রেফ্রিজারেটর/ ফ্রিজ একেবারেই চলেনা
ত্রুটি / সমস্যা : ফ্রিজ একবারেই চলে না...?
কারণ
১। লো ভোল্টেজ হলে।
২। ফিউজ পুড়ে গেলে।
৩। কম্বাইড ক্যাপাসিটর দুর্বল হলে।
৪। সিলেক্টর সুইচ নষ্ট হয়ে গেলে।
৫। থ্রি- পিন প্লাগ এর সংযোগ নষ্ট হয়ে গেলে/বিচ্ছিন্ন হয়ে গেলে।
৬। সার্কিট ব্রেকার অফপজিশনে থাকলে।
৭। ওভারলোড কানেকশনে পুড়ে যাওয়া।
৮। ত্রুটি পূর্ণ রিলে।
৯। মটর পুড়ে গেলে।
১০। কম্প্রেসার বা সিল্ড ইউনিটের মটর ষ্ট্রাক হওয়া।
সমাধান
১। পর্যাপ্ত পরিমান ভোল্টেজ দিতে হবে।
২। নতুন ফিউজ লাগাতে হবে।
৩। কম্বাইড ক্যাপাসিটর দুর্বল হলে নতুন সিলেক্টর কম্বাইড ক্যাপাসিটর লাগাতে হবে।
৪। সুইচ নষ্ট হয়ে গেলে তা নতুন লাগাতে হবে।
৫। থ্রি – পিন প্লাগ এর সংযোগ নষ্ট হয়ে গেলে/বিচ্ছিন্ন হয়ে গেলে। নতুন করে সংযোগ দিতে হবে।
৬। সার্কিট ব্রেকার অফপজিশনে থাকলে তা অন করতে হবে।
৭। বদলিয়ে নতুন লাগাতে হবে। ]
৮।বদলিয়ে
৯। নতুন লাগাতে হবে।
১০। কম্প্রেসার বা সিল্ড ইউনিটের মটর ষ্ট্রাক হলে তা সারতে হবে/বদলাতে হবে।
