এসির ফ্যান চলে কিন্তু কম্প্রেসার চলে না।
এসির ফ্যান চলে কিন্তু কম্প্রেসার চলে না।
ত্রুটি /সমস্যা –এসির ফ্যান চলে কিন্তু কস্প্রেসার চলে না...?
কারণ
১। ওভারলোড পুড়ে গেলে।
২। কম্বাইড ক্যাপাসিটর দুর্বল হলে।
৩। থার্মোষ্টেট সুইচ খারাপ হলে।
৪। লো ভোল্টেজ হলে।
৫। লুজ কানেকশন হলে।
সমাধান
১। ওভারলোড পুড়ে গেলে।নতুন ওভার লোড লাগাতে হবে।
২। কম্বাইড ক্যাপাসিটর দূর্বল হলে। নতুন ক্যাপাসিটর লাগাতে হবে।
৩। থার্মোষ্টেট সুইচ খারাপ হলে। নতুন থার্মোমেষ্টট সুইচ লাগাতে হবে।
৪। লো ভোল্টেজ হলে। পর্যাপ্ত পরিমানে ভোল্টেজ দিতে হবে।
৫। লুজ কানেকশন হলে। টাইট করে লাগাতে হবে।
