রেফ্রিজারেটর / ফ্রিজ চলে কিন্তু ঠান্ডা হয় না।
ত্রুটি /সমস্যা ফ্রিজ চলে কিন্তু ঠান্ডা হয় না...?
কারণ
১।কনডেনসর লিক হলে।
২।এভাপোরেটর লিক হলে।
৩। জ্বালাই পয়েন্ট লিক হলে।
৪। কন্ডেনসর পুরাতন হয়ে ভিতরে মরিচা পানি জমা।
৫। কম্প্রেসর পাম্পের হেডপাতি ভেঙ্গে গেলে।
৬। নো ফ্রষ্ট ফ্রিজের ফ্যান পুড়ে গেলে।
৭। নো ফ্রষ্ট ফ্রিজের ডি –ফ্রষ্টহিটার পুড়ে গেলে।
সমাধান
১। কনডেনসর লিক হলে। নতুন করে আবার লাগাতে হবে।
২। এভারপোটের লিক হলে। নতুন করে আবার লাগাতে হবে।
৩। জ্বালাই পয়েন্ট লিক হলে। নতুন করে জ্বালাই দিতে হবে।
৪। কন্ডেনসর পুরাতন হয়ে ভিতরে মরিচা পানি জমা।
৫। কম্প্রেসর পাম্পের হেডপাতি ভেঙ্গে গেলে ।নতুন করে আবার কস্প্রেসর লাগাতে হবে।
৬। নো ফ্রষ্ট ফ্রিজের ফ্যান পুড়ে গেলে। নতুন করে আবার ফ্যান লাগাতে হবে।
৭। নো ফ্রষ্ট ফ্রিজের ডি- ফ্রষ্টহিটার পুড়ে গেলে।নতুন করে আবার ডি-ফ্রষ্টহিটার লাগাতে হবে।
