রেফ্রিজারেটর চলে কিন্তু বিকট শব্দ হয়

 

এসির ও ফ্রিজের ত্রুটি/সমস্যা ও তার সমাধান

ত্রুটি/সমস্যা রেফ্রিজারেটর চলে কিন্তু বিকট শব্দ করে...?

কারণ

১। কেবিনেট সঠিক লেভেলে না থাকলে ।

২। রেফ্রিজারেটরের মধ্যে কোন জিনিস সঠিক ভাবে না রাখলে।

৩। টিউব রেটলিং/ পাইপে পাইপে ঘরষন এর ফলে।

৪। সীল্ড ইউনিট আলগা হয়ে থাকলে।

৫। সীল্ড ইউনিট এর ভিতরে শব্দ হওয়া।

সমাধান:

১। কেবিনেটের লেভেল ঠিক আছে কিনা দেখতে হবে । প্রয়োজনে লেভেল স্ক্রুএডজাষ্ট করে তা সঠিক লেভেলে আনতে হবে ।

২। রেফ্রিজারেটরের মধ্যে কোন জিনিস সঠিক ভাবে না রাখার কারনে হতে পারে তা আমাদের দেখতে হবে। সঠিক ভাবে না রাখা হলে তা গুছিয়ে রাখতে হবে ।

৩। টিউব রেটলিং বা পাইপের সাথে পাইপের ঘর্ষন। পাইপ একটি আরেকটিকে স্পর্শ করলে তা ক্লপ করিয়া দিতে হবে।

৪। সীল্ড ইউনিট আলগা হইয়া থাকলে ঠিক মত টাইট করতে হবে । এ ধরণেরে শব্দ সীল্ড ইউনিট চালু অথবা বন্ধ অবস্থায় শুনতে পাওয়া যায়।

৫। সীল্ড ইউনিট এর ভিতরে শব্দ হইলে এক্ষেত্রে দরকার হলে পরিবর্তন করতে হবে।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url