রেফ্রিজারেটর চলে কিন্তু বিকট শব্দ হয়
এসির ও ফ্রিজের ত্রুটি/সমস্যা ও তার সমাধান
ত্রুটি/সমস্যা রেফ্রিজারেটর চলে কিন্তু বিকট শব্দ করে...?
কারণ
১। কেবিনেট সঠিক লেভেলে না থাকলে ।
২। রেফ্রিজারেটরের মধ্যে কোন জিনিস সঠিক ভাবে না রাখলে।
৩। টিউব রেটলিং/ পাইপে পাইপে ঘরষন এর ফলে।
৪। সীল্ড ইউনিট আলগা হয়ে থাকলে।
৫। সীল্ড ইউনিট এর ভিতরে শব্দ হওয়া।
সমাধান:
১। কেবিনেটের লেভেল ঠিক আছে কিনা দেখতে হবে । প্রয়োজনে লেভেল স্ক্রুএডজাষ্ট করে তা সঠিক লেভেলে আনতে হবে ।
২। রেফ্রিজারেটরের মধ্যে কোন জিনিস সঠিক ভাবে না রাখার কারনে হতে পারে তা আমাদের দেখতে হবে। সঠিক ভাবে না রাখা হলে তা গুছিয়ে রাখতে হবে ।
৩। টিউব রেটলিং বা পাইপের সাথে পাইপের ঘর্ষন। পাইপ একটি আরেকটিকে স্পর্শ করলে তা ক্লপ করিয়া দিতে হবে।
৪। সীল্ড ইউনিট আলগা হইয়া থাকলে ঠিক মত টাইট করতে হবে । এ ধরণেরে শব্দ সীল্ড ইউনিট চালু অথবা বন্ধ অবস্থায় শুনতে পাওয়া যায়।
৫। সীল্ড ইউনিট এর ভিতরে শব্দ হইলে এক্ষেত্রে দরকার হলে পরিবর্তন করতে হবে।
