কম্পিউটার ট্রেডের দক্ষতা অর্জনের তালিকা

 

আমরা দেখতে পাই প্রতিটা শিক্ষাক্ষেত্রে কিছু বিষয় যা শিক্ষার আওতায় আনা হয়ে থাকে যা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থিরা উপকৃত হতে পারে। তাই আমরা কম্পিউটার শিক্ষার জন্য ব্র্যাক ও ইউনিসেফ এর সহয়তায় তৈরী (CSLB) বইতে প্রতিটা ট্রেডের জন্য দক্ষতা অর্জনের যে তালিতা তৈরি করা হয়েছে যা আমাদের বাস্তব জীবনে কাজে লাগতে পারে তা থেকে  নিম্নে দেয়া হলো :


কম্পিউটার ট্রেডের দক্ষতা অর্জনের তালিকা :

আইটি টেকনিশিয়ান

দক্ষতা অর্জনের বিষয় সমূহ

প্রাথমিক গাণিতিক ধারণা ও ব্যবহার

কর্মক্ষেত্র/প্রশিক্ষণস্থলের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের চর্চা

প্রাথমিক ইংরেজির ব্যবহার

একটি স্বয়ংসম্পূর্ণ দল পরিচালনা

কর্মস্থলের তথ্য প্রদান এবং প্রয়োগ করা

একটি ব্যক্তিগত কম্পিঊটার চালানো এবং অফিস

     এ্যাপ্লিকেশন সফ্টওয়ার এর কাজ করা

ইমেল, ওয়েব ব্রাউজার, অডিও/ ভিডিও টুলস ব্যবহার করে

    তথ্য পাঠানো এবং পুনরুদ্বার করা

ডকুমেন্ট বাংলা এবং ইংরেজিতে টাইপ

আইটি কাজের পরিবেশে সুযোগ এবং নীতির প্রয়োগ

১০হার্ডওয়ার কম্পোনেন্ট সমবেতকরণ/ অ্যাসেম্বল করা

১১ব্যক্তিগত কম্পিউটার এর কম্পোনেট ইনস্টল ও কনফিগার করা

১২হার্ডওয়্যার ও নেটওয়াকিং সেক্টর এ কাজের সুযোগ সম্পর্কে সচেতনতার উন্নয়ন হার্ডওয়্যার ও নেটওয়াকিং উন্নয়ন

১৩ইলেকট্রনিক মৌলিক প্রয়োগ         

১৪মৌলিক যন্ত্র্রাংশ ব্যবহার করা

১৫অপারেটিং সিস্টেম এবং ইউটিলিটি ইনস্টল করা

১৬Connect PC to an existing network

১৭সরঞ্জাম এবং সফ্টওয়্যার কাজের অর্ডার অনুযায়ী রাখা

১৮স্বতন্ত্র নিরাপত্তা বজায় রাখা ( ভাইরাস , ওয়ার্ম,

      ট্রোজান ঘোড়া)

 

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url