কম্পিউটার ট্রেডের ঝুকি সমুহ
আমরা দেখতে পাই প্রতিটা কর্ম ক্ষেত্রে কোননা কোন রকমের ঝুকি বা দূর্ঘটনার চান্স থাকতে পারে । তাই এই দুর্ঘটনা থেকে রক্ষাপেতে ব্র্যাক ও ইউনিসেফ এর সহয়তায় তৈরী (CSLB) বইতে প্রতিটা ট্রেডের আলাদা আলাদা ঝুকি সম্পর্কে চিহ্নিত করা হয়েছে এবং সেই সাথে তা নিরসরনর উপায় বলে দেয়া হয়েছে । আমি সেই কম্পিউটার ট্রেডের বই থেকে আপনাদের ঝুকি গুলো কি কি হতে পারে এবং সেই সাথে এই ঝুকি গুলো নিরসনে উপায় তুলে ধরলাম । আশা করি আপনারা যারা এই পেশায় নিয়োজিত হতে চান তাদের কাজে লাগতে পারে।
আইটি সাপোর্ট টেকনেসিয়ান এর ঝুকি সমূহ :
১। বৈদ্যুতিক শখ সার্কিট থেকে আগুন ধরে বড় দুর্ঘটনার ঘটে যেতে পারে। এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে।
২। একটানা বেশিক্ষন বসে থাকলে পিঠ ব্যাথা হতে পারে।
৩। বেশিক্ষন একটানা তাকিয়ে থাকিয়ে থাকলে চোখে সমস্যা হতে পারে।
৪। সতর্কতার সহিত উইন্ডোজ না দিলে গুরুত্বপূর্ন সব ফাইল হারিয়ে যেতে পারে।
৫। সতর্ক তার সহিত সফটয়্যার ইন্সটল না দিলে পিসি হ্যাং হয়ে যেতে পারে।
৬। মেঝে স্যাতস্যাতে থাকলে পিছলে পরে দূর্ঘটনা ঘটতে পারে ।
৭। কম্পিউটার মনিটর সাবধানে নাড়াচাড়া না করলে হাত থেকে পরে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে।
