কম্পিউটার ট্রেডের ঝুকি নিরসনের উপায়
আমরা দেখতে পাই প্রতিটা কর্ম ক্ষেত্রে কোননা কোন রকমের ঝুকি বা দূর্ঘটনার চান্স থাকতে পারে । তাই এই দুর্ঘটনা থেকে রক্ষাপেতে ব্র্যাক ও ইউনিসেফ এর সহয়তায় তৈরী (CSLB) বইতে প্রতিটা ট্রেডের আলাদা আলাদা ঝুকি সম্পর্কে বলা হয়েছে বা ধারনা দেওয়া হয়েছে এবং সেই সাথে তার নিরসনের উপায় বলে দেয়া হয়েছে । আমি কম্পিউটার ট্রেডের বই থেকে আপনাদের ঝুকি গুলো কি কি হতে পারে । এই ঝুকি গুলো নিরসনের উপায় তুলে ধরলাম । আশা করি যারা আপনারা এই পেশায় নিয়োজিত হতে চান তাদের কাজে লাগতে পারে।
আইটি সাপোর্ট টেকনিসিয়ান এর ঝুঁকি নিরসনের উপায় :
১। একটানা বেশিক্ষন বসে থাকা যাবেনা।
২। বেশিক্ষন একটানা তাকিয়ে থাকা যাবেনা।
৩। ফাস্ট এইড বক্স ব্যবহার করতে হবে।
৪। সতর্ক তার সহিত উইন্ডোজ ব্যবহার করতে হবে।
৫। সফটয়্যার ইন্সটল দেওয়ার ব্যাপারে আরও সতর্ক হতে হবে।
৬। মেঝে শুকনো অবশ্যই রাখতে হবে।
৭। কম্পিউটার মনিটর সাবধানে নাড়াচাড়া করতে হবে।
৮। এপ্রোন পরে কাজ করতে হবে।
