ইন্টারনেট ও ব্রাউজার

 

ইন্টারনেট কি ?

উত্তর : ইন্টারনেট সমগ্র বিশ্বের সকল প্রান্তের মানুষকে তার এক অদৃশ্য জালে জড়িয়ে রেখেছেইন্টারনেটের সুবিধা আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছেবিনোদন, যোগাযোগ, শিক্ষা, গবেষণা প্রভৃতি ক্ষেত্রে ইন্টারনেট আমাদের জন্য খুবই প্রয়োজন হয় এবং সহায়কও বটে। এটি একটি বিশাল তথ্য ভান্ডার আর বিভিন্ন যোগাযোগ মাধ্যম সৃষ্টির মাধ্যমে ইন্টারনেট মানুষের কাছে এক পরম বন্ধু হয়ে উঠেছে

 

ব্রাউজার কী ?

উত্তর : ইন্টারনেটের ব্রাউজার হল আপনার কম্পিউটারে এক ধরণের সফ্টওয়্যার যা আপনাকে ইন্টারনেটের অ্যাক্সেস প্রদান করে৷ তথ্য সমৃদ্ধ নানা রকমের ওয়েবসাইট আপনাকে প্রদর্শন করতে ব্রাউজার একটি উইন্ডো হিসাবে কাজ করে৷ আপনাকে শুধুমাত্র আপনার ব্রাউজারে একটি ওয়েব ঠিকানা টাইপ করতে হবে এবং আপনাকে সেই মুহূর্তে সেই ওয়েব সাইটে নিয়ে যাবেওয়েব ব্রাউজার একজন ব্যবহারকারীকে দ্রত এবং সহজে এই সকল লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইটে অবস্থিত অসংখ্য ওয়েব পেইজের সাথে তথ্য আদান-প্রদানে সাহায্য করেএভাবে ওয়েব পেজের ভিতরকার লেখা, ছবি, ভিডিও ইত্যাদির মধ্যে চলাচল করাকে ব্রাউজিং বলেব্যক্তিগত কম্পিউটারের জন্য বিদ্যমান উল্লেখযোগ্য ওয়েব ব্রাউজারের মধ্যে আছে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, অ্যাপল, সাফারি, নেটস্কেপ এবং ওপেরা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url