বাংলা টাইপ করার নিয়ম

 

বাংলা Type করার নিয়ম :

বাংলা Type করতে হলে , আমাদের বাংলা ফন্ট Suttonny MJ  চালু করতে হবে তারপর বাংলা ফন্ট এর সাথে বাংলা বিজয় সিলেক্ট করতে  হবে মনে রাখতে  হবে  বাংলা ফন্ট এর  সাথে বাংলা বিজয় না মিললে লেখা উল্টা পাল্টা আসবে

বাংলা স্বরবর্ণ লেখার নিয়ম :

অ =Shift+F,    আ=G+F,    ই=G+D,  ঈ=G+Shift+D,  উ=G+S    ঊ=G+Shift+S,  ঋ=G+A,  এ=G+C, ঐ=G+Shift+G ও=X   ঔ=G+Shift+G

 বিঃদ্রঃ বাংলা টাইপ করতে কি বোর্ডের উল্লেখিত ইংরেজী অক্ষর গুলো প্রেস করলে নিচের প্রদত্ত অক্ষর পাওয়া যাবে উল্লেখ্য যে, সকল স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ রয়েছে সে সকল স্বরবর্ণ কী র্বোডে সরাসরি নেইকিন্তু তাদের স্বর চিহ্ন /কার চিহ্ন G চেপে তারপর যে স্বর চিহ্ন /কার চিহ্ন প্রেস করা হবে সেই কারের মূল অক্ষর পাওয়া যাবে

যুক্তাক্ষর টাইপ করার নিয়ম :

যুক্ত অক্ষর মানে হলো দুটি বর্ণেও সংমিশ্রনপ্রথমে জানতে হবে কোন কোন বর্ণ রয়েছে ঐ যুক্ত বর্ণেআর তা জানা থাকলে কোন সমস্যা নেই যুক্ত বর্ণ টাইপ করাকেননা প্রথম বর্ণটি প্রেস করার পর G চাপ দিয়ে পরের বর্ণটি প্রেস করলেই যুক্ত বর্ণ টাইপ হয়ে যাবে এখন দেখা যাক কোন কোন যুক্ত বর্ণে কোন কোন অক্ষর বিদ্যমান-

ক্ক=ক+ক,      ক্ত=ক+ত,    ক্ল=ক+ল,      ঙ্গ=ঙ+গ,     গ্ধ=গ+ধ,    গ্ম=গ+ম,  

ঙ্ক=ঙ+ক,      ঙ্ঘ=ঙ+ঘ,    জ্ঞ=জ+ঞ,    ঞ্জ=ঞ+জ,     ঞ্চ=ঞ+চ,     হৃ=হ+ন,

দ্ম=দ+ম,      ত্ম=ত+ম,      ধ্ব=ধ+ব,     ন্থ=ন+থ,      ন্ম=ন+ম,     ম্ম=ম+ম,

শ্ম=শ+ম,      ষ্ম=ষ+ম,       স্থ=স+থ,      হ্ন=হ+ন,       হ্ণ=হ+ণ,       স্থ=স+থ,

ক্ষ=ক+ষ+ন,  Shift+7 প্রেস করলে  পাওয়া যায়

ব্যতিক্রমধর্মী যুক্তবর্ণ :

ক্ষ=ক+ষ,        হ্ম=হ+ম,      ত্থ=ত+থ,       ষ্ণ = ষ+ণ    ক্স=ক+স,

G চাপ দিতে হয় না / কিছু কার চিহ্ন :

গ্র =গ+ ্র ,  ক্র= ক +  ,  গ্য = গ+্য,     ম্য = ম+্য,     কৃ = ক+ ৃর্ম  = ম+র্ ,

বাংলায় ভগ্নাংশ লেখার নিয়ম : 

মাইক্রোসফ্ট ওয়ার্ডে বাংলায় ও ইংরেজীতে লেখার নিয়ম১০/ ৩০ কি ভাবে লেখব ? Insert> Field> Field Name থেকে আমরা EQ সিলেক্ট করে Field Codes এ ক্লিক করবField > অপশন এর Options Switches ৪ নম্বরএর ঘর if (.)Aad to Field Click করব এবং সাথে সাথেই ভগ্নাংশ হয়ে যাবে তারপর এই ভগ্নাংশে সিলেক্ট করে Sutonny MJ  তে ক্লিক করব

নব কম্পিউটার এন্ড ফটোকপি, পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে      

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url