বাংলা টাইপ করার নিয়ম
বাংলা Type করার নিয়ম :
বাংলা Type করতে হলে , আমাদের বাংলা ফন্ট Suttonny MJ চালু করতে হবে । তারপর বাংলা ফন্ট এর সাথে বাংলা বিজয় সিলেক্ট করতে হবে । মনে রাখতে হবে বাংলা ফন্ট এর সাথে বাংলা বিজয় না মিললে লেখা উল্টা পাল্টা আসবে।
বাংলা স্বরবর্ণ লেখার নিয়ম :
অ =Shift+F, আ=G+F, ই=G+D, ঈ=G+Shift+D, উ=G+S ঊ=G+Shift+S, ঋ=G+A, এ=G+C, ঐ=G+Shift+G ও=X ঔ=G+Shift+G
বিঃদ্রঃ বাংলা টাইপ করতে কি বোর্ডের উল্লেখিত ইংরেজী অক্ষর গুলো প্রেস করলে নিচের প্রদত্ত অক্ষর পাওয়া যাবে । উল্লেখ্য যে, সকল স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ রয়েছে সে সকল স্বরবর্ণ কী র্বোডে সরাসরি নেই । কিন্তু তাদের স্বর চিহ্ন /কার চিহ্ন G চেপে তারপর যে স্বর চিহ্ন /কার চিহ্ন প্রেস করা হবে সেই কারের মূল অক্ষর পাওয়া যাবে ।
যুক্তাক্ষর টাইপ করার নিয়ম :
যুক্ত অক্ষর মানে হলো দুটি বর্ণেও সংমিশ্রন । প্রথমে জানতে হবে কোন কোন বর্ণ রয়েছে ঐ যুক্ত বর্ণে । আর তা জানা থাকলে কোন সমস্যা নেই যুক্ত বর্ণ টাইপ করা । কেননা প্রথম বর্ণটি প্রেস করার পর G চাপ দিয়ে পরের বর্ণটি প্রেস করলেই যুক্ত বর্ণ টাইপ হয়ে যাবে । এখন দেখা যাক কোন কোন যুক্ত বর্ণে কোন কোন অক্ষর বিদ্যমান-
ক্ক=ক+ক, ক্ত=ক+ত, ক্ল=ক+ল, ঙ্গ=ঙ+গ, গ্ধ=গ+ধ, গ্ম=গ+ম,
ঙ্ক=ঙ+ক, ঙ্ঘ=ঙ+ঘ, জ্ঞ=জ+ঞ, ঞ্জ=ঞ+জ, ঞ্চ=ঞ+চ, হৃ=হ+ন,
দ্ম=দ+ম, ত্ম=ত+ম, ধ্ব=ধ+ব, ন্থ=ন+থ, ন্ম=ন+ম, ম্ম=ম+ম,
শ্ম=শ+ম, ষ্ম=ষ+ম, স্থ=স+থ, হ্ন=হ+ন, হ্ণ=হ+ণ, স্থ=স+থ,
ক্ষ=ক+ষ+ন, Shift+7 প্রেস করলে ঁ পাওয়া যায়।
ব্যতিক্রমধর্মী যুক্তবর্ণ :
ক্ষ=ক+ষ, হ্ম=হ+ম, ত্থ=ত+থ, ষ্ণ = ষ+ণ ক্স=ক+স,
G চাপ দিতে হয় না / কিছু কার চিহ্ন :
গ্র =গ+ ্র , ক্র= ক + , গ্য = গ+্য, ম্য = ম+্য, কৃ = ক+ ৃ, র্ম = ম+র্ ,
বাংলায় ভগ্নাংশ লেখার নিয়ম :
মাইক্রোসফ্ট ওয়ার্ডে বাংলায় ও ইংরেজীতে লেখার নিয়ম। ১০/ ৩০ কি ভাবে লেখব ? Insert> Field> Field Name থেকে আমরা EQ সিলেক্ট করে Field Codes এ ক্লিক করব। Field > অপশন এর Options Switches ৪ নম্বরএর ঘর if (.)Aad to Field Click করব । এবং সাথে সাথেই ভগ্নাংশ হয়ে যাবে তারপর এই ভগ্নাংশে সিলেক্ট করে Sutonny MJ তে ক্লিক করব।
নব কম্পিউটার এন্ড ফটোকপি, পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে ।
