খোপা বাধা শাড়ি পরার নিয়ম

 

খোপা বাধার নানা উপায় :
মাথায় সুন্দর খোপা তার সাথে বেলী ফুলের মালা, আবার কেউ খোপায় গুজেদেয় গোলাপ, কেউবা গাজরা দিয়ে সাজে তার সাথে যদি তাঁতের শাড়ি তা হলেতো বলার কিছু নেই বাংলার ঐতিহ্য বাঙালি মেয়ে, নারী, মহিলা, বলতে যা বুঝি সেই ছবিটি ফুটে উঠেমেয়েদের খোপাবাধা ষ্টাইল তাকে করে তোলে আরো অকর্ষনীয় ও সত্যিই দেখতে অসাধারণ লাগেখোপা বাধা খুব সাধারণ হলেও  তবুও তার মাঝে কোথায় যেন একটা অসাধারণ ও আকর্ষনীয় ব্যাপার আছেবিয়েবাড়ি বা অন্য কোনও বিশেষ অনুষ্ঠান হলে চুলের স্টাইল বদলে যেত ঠিকই, নানা রকম খোপার ডিজাইনও দেখা যেত, কিন্তু খোপাবাধাটা ছিল এক প্রকাররিতি আজ দারুণ কয়েকটি চুলের খোপার ডিজাইন সম্বন্ধে আলোচনা করবো
পট রিঙলেটস :
চুলের সামনে কিছুটা অংশ নিয়ে নিতে হবেতারপর ব্যাক ব্রাশ করে সামনের অংশ উল্টে ক্লিপ লাগিয়ে নিতে হবে বাকি চুল ভাল করে আঁচড়ে একটি রাবার দিয়ে লাগিয়ে নিতে হবে পিছনের পনি করা চুল থেকে বেশ কিছুটা অংশ নিয়ে কার্লার লাগিয়ে ছোট ছোট কার্ল করে নিনএগুলি পিন করে ছেড়ে দিনঅনেক বেশী রিংলেটস চাইলে ফলস হেয়ার পিস বহার করতে পারেন
কিস কাল পনিটেল : 
ধারে সিঁথি করে পনিটেল করুণপনিটেলের উপরের অংশের চুল নিয়ে সরু বোলার দিয়ে চুলের নিচের অংশ কার্ল করে নিনকার্লগুলো তুলে পিন দিয়ে আটকে দিনবাকি পনিটেল ভাল করে
আঁচড়ে একদম নীচে রাবার ব্যান্ড আটকে নিনভেতরের দিক দিয়ে পনিটেলের শেষ অংশ নিয়ে গিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে পিন দিয়ে আটকে নিতে হবে
ববি খোঁপা :
 মাঝখানে সিঁথি করে দুটো পনিটেল করে নিনপ্রত্যেকটি পনিটেলের অর্ধেক চুল ফোল্ড করে পিন দিয়ে আটকে নিনবাকি অংশ চুলের ভাঁজের উপর দিয়ে ঘুরিয়ে আটকে নিন
  ঘাড়ে ঝোলানো খোপা :
এরকম খোপার ডিজাইন আমরা প্রায়শই মা-মাসি-পিসিদের করে থাকতে দেখেছিঅনেকসময়েই টাইট করে খোপা বাঁধলে একটু পরে মাথায় খুব ব্যথা করেসেক্ষেত্রে আপনি যদি হালকা করে খোপা করেন এবং ঘাড়ের কাছে ঝুলিয়ে দেন, তাহলে মাথা ব্যথা হওয়ার আশঙ্কা তো থাকবেই না; বরং দেখতেও বেশ সুন্দর খোপার ডিজাইন দেখা যাবে  এরকম চুলের স্টাইল করতে আপনাকে খুব বেশি কষ্টও করতে হবে নাচুল আঁচড়ে সম্পূর্ণ চুলের গোছাটি ঘাড়ের কাছে নিয়ে এসে একটা খোপা করে নিনফ্যাশনেবল হেয়ার অ্যাক্সেসরিজ দিয়ে চুল বেধেও নিতে পারেনআপনার চুল যদি বেশ ঘন হয় সেক্ষেত্রে সামনের দিকে ফিশবোন বা টুইস্ট করে নিতে পারেন
  সাইড খোপা :
আধুনিক যুগের মেয়েদের এই খোপাটিও বেশ জনপ্রিয় এরকম স্টাইলিশ খোপার ডিজাইনও অনেকটা ঝোলানো খোপার মতোই  চুল আঁচড়ে নিয়ে পাশে সিঁথি করে নিনএবারে সামনের দিক থেকে খানিকটা চুল আলাদা করে নিন এবং টুইস্ট করে ববি পিনের সাহায্যে কানের পিছনদিকে নিয়ে গিয়ে সেট করে দিনএবারে বাকি চুলটা আরও একবার ভাল করে আঁচড়ে নিয়ে চাইলে টাইট করে খোপা  করতে পারেন আবার আলগোছে একটা খোপা করে নিয়েও একপাশে রেখে দিতে পারেনশাড়ি, আনারকলি, গাউন সব পোশাকের সঙ্গেই বেশ মানানসই এই স্টাইলিশ খোপার ডিজাইনকানে ঝোলানো দুল পড়তে পারেন ইচ্ছে হলেসঙ্গে সাজ অবশ্যই মানানসই ভাবে করে নিন
রিংলেটস-রোল :
সামনের চুলের মাঝে সিঁথি করে নিনপনিটেল করুনপনিটেলের অর্ধেক চুল নিয়ে তিনটি রোল করে পিন দিয়ে আটকে নিনবাকি চুলটা রােলার ড্রায়ার দিয়ে রিংলেটস করে নিনরিংলেটগুলো আটকে দিনফলস হেয়ার পিস দিয়েও রিংলেটস করতে পারেন
টপ নট খোপা :
ক্লাসিক টপ নট খোপা চুলের স্টাইল হিসেবে কোনও দিন পুরনো হয়নাএই হেয়ারস্টাইলে ব্যস একটু টুইস্ট দেওয়া হয়েছে এই যাযদি এই হেয়ারস্টাইলটা আপনি পেছন থেকে লক্ষ্য করেন, দেখবেন যে পেছনের দিকের চুলে বিনুনির আকার দিয়ে একসাথে একটা বান তৈরি করা হয়েছে, আর এতে শুধু সামনের দিক থেকেই না, পেছনদিক থেকেও এই হেয়ারস্টাইলটা দেখতে দারুণ লাগছে
  নট জ্যাপানিজ ফ্যান :
সামনের চুল সমান ভাগে ভাগ করে প্রত্যেক ভাগে একটা করে গিট বাধুনতারপরে কানের পাশ থেকে সরু ভাগ নিয়ে বেণী করে নট বা গিটের দিকে বা কান থেকে ডান কানে নিয়ে ক্লিপ দিয়ে আটকে দিনবাকি চুল তিন ভাগ করে রােল করে আটকে দিন
এলোমেলো খোপা :
 এলোমেলো খোপা বা ইংরেজিতে যাকে বলে খুব কমন একটি চুল বাঁধার ডিজাইনশুধুমাত্র ভারতীয় পোশাকের সঙ্গেই যে এই ধরনের খোপা বাঁধতে পারেন তা নয়, পশ্চিমি পোশাকের সঙ্গেও এই চুলের স্টাইল সত্যিই মানানসইআপনি বিয়ে বাড়িতে যান অথবা বন্ধুদের সঙ্গে পার্টি করতে, এভাবে চুল বাঁধলে আপনাকে ভালই মানাবেএই চুলের স্টাইলটি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেইভাল করে চুল আঁচড়ে নিন এবং সব চুল সামনের দিকে নিয়ে আসুনএবারে দুহাতের সাহায্যে একটা খোপার ডিজাইন তৈরি করে বেশ কয়েকটি ববি পিনের সাহায্যে চুল সেট করে নিনএকটু আধটু চুলের গোছা এদিক ওদিক বেরিয়ে থাকেও কোনও ক্ষতি নেই

১০  ক্রিস-ক্রস বান :
মাঝে সিঁথি করে সব চুল টেনে ক্লিপ আটকে পিছনে পনি টেইল করুনপনিটাকে দু'ধারে বড় ও মাঝে ছােট এইভাবে তিন ভাগ করুনডান ধারের পনি ক্রস করে বাঁ দিকে ও বাঁ ধারের ভাগ ক্রস করে ডান দিকে লাগানমাঝখানের সরু চুলের ভাগ বেণী
১১টুইস্টেড খোপা :
আপনি যদি পশ্চিমি পোশাক পরেন এবং সঙ্গে হেয়ারস্টাইল হিসেবে খোপা বাঁধতেই বেশি পছন্দ করেন সেক্ষেত্রে টুইস্টেড খোপা বাঁধতে পারেনএরকম খোপা বাঁধতে বেশ ধৈর্য এবং দক্ষতার প্রয়োজনএটা একা কারা সম্ভব নয় , কারও সাহায্যে এরকম খোপার ডিজাইন করতে পারেন
১২টাইট খোপা :
টাইট করে খোপা করলে মাথাব্যথা হতে পারে ঠিকী কিন্তু যদি অল্প সময়ের জন্য আপনাকে এরকম খোপা করতে হয় সেক্ষেত্রে টাইট করে আপনি চুল বাঁধতেই পারেনএরকম খোপার ডিজাইন দেখতে খুবই ভাল লাগেতবে আপনার মুখের আকার যদি সরু হয় তাহলেই এওরকমভাবে চুলের স্টাইল করুনআপনি যদি কোন অনুষ্ঠানে যাবার জন্য ভারি গয়না পরেন এবং সেটা একটু শো করতে চান তাহলে এইরকম হেয়ারস্টাইল আপনার জন্য। । মাঝখানে সিঁথি করে একটা সিম্পল হাত খোপা তৈরি করে নিন ঘাড়ের কাছেভারি ডিজাইনের গয়নার সাথে ভারি মেকআপ এবং জমকালো পোশাক একেবারেই ভালো লাগে নাকাজেই আপনাকে যাতে দেখতে খারাপ না লাগে সেজন্য একদম হাল্কা মেকআপ করুনচোখে ঘন করে কাজল পরুন আর ঠোঁটের জন্য ন্যুড শেডের লিপস্টিক বেছে নিনযদি শাড়ি পরেন তাহলে একপল্লা করে পরুন, আর চেষ্টা করুন হাল্কা রঙের এবং সিম্পল ডিজাইনের শাড়ি পরতে
১৩বিনুনি খোপা :
এলিগ্যান্ট ও স্টাইলিশ খোপার ডিজাইন করতে চাইলে এরকমভাবে খোপা বাঁধতে পারেনবিনুনি স্টাইলে খোপা কিন্তু যেকোনোও সময়েই সব রকম অনুষ্ঠানে মানানসইআপনি চাইলে মাঝখানে অথবা পাশে সিঁথি করে এই ধরনের চুলের স্টাইল করতে পারেনআপবার চাইলে সিঁথি নাও করতে পারেনবিনুনি খোপা অনেকভাবে করা যায়এখানে সবচেয়ে সহজ পদ্ধতিটি বলছিচুল একসঙ্গে নিয়ে বিনুনি করে নিনমনে হলে তিনটি আলাদা আলাদা বিনুনি করুনএবারে দুদিকের বিনুনির সঙ্গে মাঝখানের বিনুনিটি জুড়ে দিন এবং একসঙ্গে একটি খোপা বেঁধে নিনসঙ্গে অবশ্যই অনুষ্ঠান অনুযায়ী মানানসই সাজ করুন
১৪বোকে খোপা :
বিয়ের কনের সাজের জন্য এরকম খোপার ডিজাইন উপযুক্তনানা রঙের অথবা শাড়ির রঙের সঙ্গে ম্যাচ করে অনেকগুলো গোলাপ নিয়ে আসুনএবারে খোপা করে নিন এবং প্রত্যেকটি গোলাপ সুন্দর করে খোপার চারদিকে লাগিয়ে দিন (স্টাইলিশ খোপা)এমনভাবে এই চুলের স্টাইলটি করুন যাতে বাইরে থেকে আপনার খোপাটি দেখাই না যায়
১৫হাত খোপা :
 যে-কোনো অনুষ্ঠানে, যে-কোনও পোশাকের সঙ্গেই হাত খোপা মানানসই একটি চুলের স্টাইল যখন হাতে সময় কম তখন এ ধরনের খোপা করা যেতে পারেএই হাত খোপাও বেশ সুন্দর করে ডিজাইন করা যায়চাইলে যেকোনোও এক পাশে একটা গোলাপ (চুলের খোপার ডিজাইন) লাগাতে পারেনআবার জুঁই বা বেলফুলের মালাও লাগাতে পারেনকিছুই না করতে চাইলে সিম্পল একটা নেট লাগিয়ে খোপাটি সেট করে নিতে পারেন  হাত খোপার সঙ্গে কিন্তু শাড়িটাই বেশি মানানসইমেকআপ হিসেবে কাজল ও লিপগ্লস ছাড়া আর কিছু প্রয়োজন নেই
১৬গোলাপ খোপা:
বিয়ের অনুষ্ঠানে এরকম চুলের স্টাইল খুব মানানসইসুন্দর করে নিজের পছন্দ মতো খোপা বাঁধুন এবং বেশ কয়েকটি গোলাপ আটকে দিন খোঁপায়একটা গোলাপ লাগাবেন নাযদি আসল গোলাপ না পান সেক্ষেত্রে নকল গোলাপের মালা পাওয়া যায়, সেটি কিনে লাগিয়ে নিনশাড়ির সঙ্গে দেখতে ভাল লাগবে তার সাথে মানাসইভাবে মেকআপ করুন
১৭চোটি খোঁপা :
মাথায় জিগজ্যাগ সিথী করে নিনসামনের চুল পেছনে টেনে ক্লিপ লাগিয়ে নিন যাতে টাইট থাকেপেছনের চুল টাইট করে রাবার ব্যান্ড লাগিয়ে নিনরাবার ব্যান্ড লাগানো চুল তিন ভাগে ভাগ করে নিয়ে তিনটি বেণী করুনমাঝের বেণীর উপরে তুলে ক্লিপ লাগানকাল কেন সমানভাবে উপরে তুলে ক্লিপ করুনবেণীর শেষ অংশ দুটো নীচে এনে জল লাগানাে হয়েছেসবশেষে ছবি অনুযায়ী মুক্তোর বিল্ডস লাগিয়ে নিন
১৮জোড়া-চোটি ছোট :
প্রথমে সিথি করে নিনসামনের চুল ব্রাশ করে করে পিন করে নিনসব চুল রাবার ব্যান্ড দিয়ে আটকে দিনএক ভাগ রেখে বাকি অংশের চুল দিয়ে ছোট ছোট রোল করে দিনমাথার উপরে যে ভাগটা রয়ে গেল তার থেকে অল্প চুল নিয়ে জরির ফিতে দিয়েবেণী বাঁধা হবেবাকি চুল দিয়ে একটা বেণী করে জরি-বাঁধা বেণী তার সঙ্গে জাড়িয়ে, নীচেরটা জরি দিয়ে বেঁধে দিন
১৮  ডবল খোপা :
অনেক মহিলাদের দেখা যায় অনেক চুলের অধিকারী যাদের  মাথায় চুলের গোছও খুব ভাল আর চুল লম্বাওতাঁদের সাধারনত ডবল খোপা করা যেতে পারেএরকম চুলের স্টাইল দেখতেও অন্যরকম লাগেপ্রথমেই চুল আঁচড়ে নিয়ে দুভাবে ভাগ করে নিনসামনের দিকের চুল একসঙ্গে করে নিয়ে খোপা করে নিন এবং ববি পিন দিয়ে আটকে নিনএবারে পিছনদিকের চুলেও খোপা করে একইভাবে ববি পিন লাগিয়ে নিনব্যাস হয়ে গেল আপনার ডবল খোপাচাইলে একটু অন্যরকম ভাবেও এই খোপার করতে পারেনসেক্ষেত্রে মাঝখান থেকে একটু চুল নিয়ে দুটো খোপা একসঙ্গে জুড়ে দিন এবং প্রয়োজনমতো পিন আটকে নিন
২০  ব্যাক ব্রাশ ফ্রেঞ্জ রোল : ব্যাক ব্রাশ ফ্রেঞ্জ রোল বক ব্রাশ করে চুল একদিকে আঁচড়ে ক্লিপ লাগাতে হবেচুলটা এ ফ্রেঞ্চ রোল করুন
২১বিয়ের খোপা :
বিয়ে সবার জীবেনে একবারই আসে তাই বিয়ের দিন কীরকম ভাবে চুল বাঁধবেন সেটা নিয়ে চিন্তার কোন কারণ নেই  তবে মনে রাখবেন এই খোপার ডিজাইনটি  এই ধরনের হেরস্টাইল করলে আপনার দিক থেকে শুধু আপনার হবু স্বামিই নন, বিয়েবাড়িতে উপস্থিত কোন অতিথিই চোখ ফেরাতে পারবেন না! এই খোপা করতে হলে সামনের দিক থেকে চুলে নট করতে করতে পেছনে নিয়ে যান এবং সবকটা চুলের গোছা একসাথে পিন দিয়ে সেট করে নিনএবারে পেছন দিকের চুল নিয়ে একসাথে লো বান করে নিন (চুল বাধার ডিজাইন)সঙ্গে অবশ্যই ফুলের মালা দিতে ভুলবেন নাযদি আপনি শাড়ি পরেন এবং ওড়না নেন, সেক্ষেত্রে অবশ্যই ফুলের মালা লাগান, তবে যদি আপনি লেহঙ্গা পরেন এবং মাথায় ওড়না না নেন, সেক্ষেত্রে অবশ্য নকল ফুলের ফ্যানসি গজরা লাগাতে পারেন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url