রেফ্রিজারেটরে ব্যবহৃত মেকানিকেল যন্ত্রাংশের নাম ও তার কাজ।

 

ফ্রিজে ব্যবহৃত মেকানিকেল যন্ত্রাংশের নাম ও তার কাজ

১।কম্প্রেসার –কম্প্রেসার হলো রেফ্রিজারেশন পদদ্ধতির একটি মটর। ইহা গ্যাস বা রেফ্রিজারেন্টকে নিন্ম চাটে সাকশন লাইন দিয়া শোষন করিয়ালয় এবং উচ্চতাপে ডিকচার্জ লািইন দিয়া প্রদান করে। এই ভাবে হইা রেফ্রিজারেন্ট সমুহকে এক স্থান থেকে অন্য স্থানে প্রদান করে।

২।কনডেনসার – ইহা একটি মেকানিক্যাল রেফ্রিজারেশনে সিসটেমেমর একটি অংশ যাহা সংকোচিত বাষ্পকে তরল অবস্থায় ঘনীভূত করে।

৩।গ্যাস ফিল্টার-গ্যাস ফিল্টারের কাজ গ্যাসকে দূষণ মুক্ত করা।

৪।একুমুলেটর- ইহা এক ধরনের সেল বা প্রকোষ্ঠ। ইহার মধ্যে তরল রেফ্রিজারেন্ট থাকে ইহা কোন মতেই এভাপোরেটরের মধ্যে বাষ্পীভুত হয় না।

৫।ক্যপিলারি টিউব- ইহা খুব ছোট ডায়া মটরের একটি টিউব। ইহা রেফ্রিজারেন্ট কন্ট্রোল ডিভাইস অথবা মিটারিং ডিভাইসে ব্যবহৃত হয়।

৬।ইভাপোরেটর- ইহার কাজ ফ্রিজের ভিতরের বস্তুর গরম তাপ সুশেনেওয়া এবং ফ্রিজেকে ঠান্ডা রাখা।

৭।সাকসন লাইন-ইহা কমেপ্রসারের একটি লাইন এর কাজ হলো বাতাসকে এর সাহায্যে কম্প্রেসারের ভিতরে টেনে নেওয়া।

৮।ডিকচার্জ লাইন- ইহা কম্পেসারের একটি লাইন । এর কাজ হলো  বাতাসকে এর সাহায্যে কম্প্রেসারের ভিতর থেকে বের করা।

৯।চাজিং লাইন- ইহা কমেপ্রসারের একটি লাইন এর সাহায্যে কম্প্রেসারের ভিতর গ্যাস ভরা যায়।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url