রেফ্রিজারেটরের কম্প্রেসার চলে কিন্তু ঠান্ডা কম হয়...?

 


 

ত্রুটি/সমস্যা

রেফ্রিজারেটরের কম্প্রেসার চলে কিন্তু ঠান্ডা কম হয়...?

কারণ

রেফ্রিজারেন্ট/গ্যাস নেই।

২। সিষ্টেম একেবারেই জাম হয়ে যায়।

৩। রেফ্রিজারেন্ট/গ্যাস একেবারে বেশি হইয়া যাওয়া।

৪। কম্প্রেসার র্দুবল হয়ে যাওয়া ।

৫। থামোষ্টার সুইচের বেঠিক এড জাষ্টমেন্ট।

৬। ওভারলোড প্রটেকটরের মধ্যে টিপিং।

৭। ভিতরে আলো সব সময় কম থাকা।

৮। ফ্রিজ/রেফ্রিজারেটরের দরজা ছিদ্র থাকা।

৯। কেবিনেট দূর্বল ভাবে ইনসুলেট থাকলে ভিতরের পার্টস নষ্ট হয়ে থাকে।

 

সমাধান:

১। রেফ্রিজারেন্ট/গ্যাস না থাকলে। রেফ্রিজারেন্ট/গ্যাস ভরতে হবে।

২। সিষ্টেম একেবারেই জাম হয়ে গেলে। তা ওয়াস করতে হবে।

৩। রেফ্রিজারেন্ট/গ্যাস একেবারে বেশি হইয়া গেলে তা পরিমান মত কমিয়ে দিতে হবে ।

৪। কম্প্রেসার দুবল হয়ে গেলে তা বদলাতে হবে।

৫। থামোষ্টার সুইচের বেঠিক এড জাষ্টমেন্ট থাকলে তা ঠিক করে লাগাতে হবে।

৬। ওভারলোড প্রটেকটরের মধ্যে টিপিং । তা বদলাতে হবে।

৭। ভিতরে আলো সব সময় কম থাকা। ভোল্টজ ঠিক আছে কিনা তা দেখতে হবে।

৮। ফ্রিজ/রেফ্রিজারেটরের দরজা ছিদ্র থাকলে তা সারাতে হবে/বদলাতে হবে।

৯। তা খুজে বের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url