পোশাক বানানোর জন্য কাপড়ের মাপ নেবার ধরন
পোষাক বানানোর জন্য কাপড়ের মাপ নেবার ধরণ বা কিভাবে কাপড়ের মাপ নিব।
দেহের পরিমাপ ও কাপড় পরিমাপ নির্ধারণ এবং পোশাক তৈরির ধাপ এই সেশনের উদ্দেশ্য । এই সেশন শেষে অংশগ্রহণকারীগণ- পোশাক তৈরির জন্য দেহের প্রয়োজনীয় পরিমাপ গু̧লো চিহ্নিত করতে পারবেন । পোশাক তৈরির জন্য দেহের প্রয়োজনীয় মাপ নিতে পারবেন। পোশাক তৈরির ধাপগুলো বর্ণনা করতে পারবেন। পোষাক ও কাপড় অনুযায়ী বিভিন্ন ট্রিম করা বা বাড়তি কাপড় ছেটে ফেলা পোশাকটিকে আরো আকর্ষনীয় করে তুলতে পারবেন। হালকাভাবে জোড়া লাগানো অবস্থায় ট্রায়াল করা এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে পুনরায় যুক্ত করা (ওভারলক করা/ কাঁচি দিয়ে জিগজাগ করা, বাড়তি সুতা কাটা, ইস্ত্রিকরা)।কোয়ালিটি ও ফিটনেস চেক করা পোশাক বিক্রিয় ও ডেলিভারি করার জন্য প্রস্তুত করতে পারবেন
দেহের মাপ নেবার পদ্ধতি
পরিমাপের ক্ষেত্রে : সঠিকভাবে বগলের নিচ দিয়ে বুকের মাপ নিন বুকের সর্বোচ্চ অংশের ওপর দিয়ে শরীরের চতুর্দিকের মাপ নিন কোমরের সরু অংশের চতুর্দিকের মাপ নিন হিপের উঁচু অংশের ওপর দিয়ে সোজাসুজিভাবে শরীরের চতুর্দিকের ঘুরিয়ে মাপ নিন কোমর থেকে শুরু করে এক পাশ দিয়ে পোশাকটি যেখানে শেষ হবে সেখান পর্যন্ত মাপ নিন ।
উচ্চতার ক্ষেত্রে : বগল ও বুকের সর্বোচ্চ অংশ এই দুয়ের মধ্যস্থলে সঠিকভাবে বুকের মাপ নিন কোমরের সবচেয়ে সরু অংশের মাপ নিন। হিপের সর্বোচ্চ অংশের মাপ নিন।
বুক : বক্ষের উঁচু অংশের ওপর দিয়ে মাপ নিন, পিছনের দিকে টেপ সোজা রাখুন।
কোমর : কোমরের চারদিকে ঘুরিয়ে মাপ নিন।
হিপ : হিপের চারদিকে ঘুরিয়ে মাপ নিন। টেপকে সহজভাবে ধরতে হবে।
উচ্চতা : টেপ মাটিতে ফেলে ওপরে তুলে ঘাড়ের পিছন থেকে কোমর ও নিচ পর্যন্ত মাপতে হবে।
ইঞ্চি বা গিরার হিসাব
১ ইঞ্চি = ৪ সুতা
১ গিরা = ২ ইঞ্চি ২ সুতা
২গিরা = ৪ ইঞ্চি ৪ সুতা
৩ গিরা = ৬ ইঞ্চি ৬ সুতা
৪ গিরা = ৯ইঞ্চি বা সিকি গজ
৫ গিরা = ১১ ইঞ্চি ২ সুতা
৬ গিরা= ১৩ ইঞ্চি ৪ সুতা
৭ গিরা = ১৫ ইঞ্চি ৬ সুতা
৮ গিরা = ১৮ ইঞ্চি বা আধা গজ
৯ গিরা = ২০ ইঞ্চি ২ সুতা
১০ গিরা= ২২ ইঞ্চি ৪ সুতা
১১ গিরা = ২৪ ইঞ্চি ৬ সুতা
১২ গিরা = ২৭ইঞ্চি /পনে ১গজ
১৩ গিরা =২৯ ইঞ্চি ২সুতা
১৪ গিরা= ৩১ ইঞ্চি ৪ সুতা
১৫ গিরা =৩৩ ইঞ্চি ৬ সুতা
১৬ গিরা =৩৬ ইঞ্চি বা ১ গজ
