রেফ্রিজারেটরে ব্যবহৃত ইলেকট্রিক যন্ত্রাংশ ও তার কাজ


 

ফ্রিজের ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রাংশের নাম ও তার কাজ

১।কম্প্রেসার- কম্প্রেসার হলো রেফ্রিজারেশ পদদ্ধতির একটি মটর। ইহা গ্যাস বা রেফ্রিজারেন্টকে নিন্ম চাপে সাকশন লাইন দিয়া শোষন করিয়ালয় এবং উচ্চতাপে ডিকচার্জ লাইন দিয়া প্রদান করে। এই ভাবে ইহা রেফ্রিজারেন্ট সমুহকে এক স্থান থেকে অন্য স্থানে প্রদান করে।

টু/থ্রিপিন-প্লাগ- ইহা দ্বারা রেফ্রিজারেশনকে বিদ্যুত সর্বরাহ করে।

৩।থার্মষ্টার /অটোসুইচ- ইহা নিদৃষ্ট নিদৃষ্ট সময়ে অন্তর অন্তর কম্প্রেসার মটরকে অন/অফ করে থাকে ইহা একটি ইহা দ্বারা রেফ্রিজারেশনের তাপমাত্রা নির্নয় করা হয়।

৪।রিলে- কম্প্রেসার মটরকে ষ্টার্ট বা চালু করা হলো রিলের কাজ।

৫। ওভারলোড – এর কাজ হলো অতিরিক্ত বিদ্যুত /লোড থেকে রক্ষা করা। তাপ থেকে কম্প্রেসার মটরকে পুড়ে যাওয়া থেকে রক্ষাকরা।

৬।ডোর সুইচ- ফ্রিজের বাতিকে অন/অফ এবং ননফ্রষ্ট ফ্রিজের পাখাকে নিয়ন্ত্রন করা।

৭।টাইমার-টাইমার এর কাজ হচ্ছে বিদ্যুত নিয়ন্ত্রন করা,বিদ্যুত সাপলাই করা।

ফ্যান মটর-ফ্রিজের ভিতরে ঠান্ডা বাতাস সরবরাহ করা।

৯।কুলিং ওভার লোড-কুলিং ওভার লোড- এর কাজ হচ্ছে ফ্রিজের অতিক্তি বিদ্যুত সাপলাই হলে তা নিয়ন্তন করা।

১০।হিটার- অতিরিক্ত বরফ জমাট বেধেগেলে তাকে গলিয়ে ফেলতে হিটার কাজ করে।

১১।ফিউজ- অতিরিক্ত বিদ্যুত থেকে ফ্রিজের সার্কিটকে রক্ষা করা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url