রেফ্রিজারেটরে ও এসির এম্পিয়ার ও ভোল্টেজ পরীক্ষার নিয়ম।

 

রেফ্রিজারেটর এর এম্পিয়ার ও ভোল্টেজ পরীক্ষা।

রেফ্রিজারেটর এর কম্প্রোসার চেক করতে আমরা প্রথমে এম্পিয়ার মিটারের ভলিয়ম বা কাটাটাকে (5A)তে আনব ফ্রিজের ক্ষেত্রে, আমরা জানি রেফ্রিজারেটর গুলোরে বেশির ভাগ কম্প্রসার এর ধারণ ক্ষমতা(5A) রানিং অবস্থায় (1A)তে নেমে আসবে।এর মাধ্যমে আমরা কম্প্রেসার এর ত্রুটি বা কারণ ও সম্ভাব্য সমস্যা গুলো হলে-----

১।ভোল্টেজ কম /বেশী হলে।

২।কম্প্রেসার মেকানিকেলের দুর্বল থাকলে।

৩।কম্প্রেসার মেকানিকেলের পিষ্টন জাম থাকলে।

৪।রিলে ওভার লোডে সমস্যা থাকলে।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url