আই ভ্রু প্লাগ , আপার লিপ ও থ্রেডিং করা
আই ভ্রু প্লাগ , আপার লিপ ও থ্রেডিং করা নিয়ম :
১। আপার লিপ কি ?
উত্তর : ঠোটের উপরের স্থানের লোমকে রিমোভ করানো বা উঠানোর প্রক্রিয়াকে
আপার লিপ বলে।
২। ভ্রু প্লাগ কি ?
উত্তর : সুন্দর ভ্রু মুখের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় তাই প্রতিটা
নারী চায় ভ্রু প্লাগ করে তার চেয়ারাকে আরো আকর্ষনীয় করে তুলতে । ভ্রু প্লাগ হলো ভ্রুর
অবাঞ্ছিত অংশ যা উঠানোর প্রক্রিয়াকে ভ্রু প্লাগ বলে।
৩। আপারলিপ / ভ্রু প্লাগ কি ভাবে করতে হয় ?
উত্তর : আপারলিপ / ভ্রু প্লাগ করার নিয়ম ঃ
প্রথমে একটি সুতা
নিতে হবে।
তারপর সুতার দুই প্রান্তে দুইটি গিট দিতে হবে।
এরপর সুতার দুই মাথার
ভিতরে হাত ঢুকিয়ে সুতোকে টচ ্ উড়হি করতে হবে। ছবিতে দেখানো সুতাটির
মত ৩-৪টি প্যাচ দিতে হবে।
মনে রাখতে হবে ডান
পাশের ব্রু ডান পাশ থেকে সুতোর প্যাচের মাধ্যমে টেনে ধরতে হবে । ডান পাশ থেকে ধরে
বাম দিক দিয়ে টান দিতে হবে। নিজে করতে চাইলে ডান হাত দিয়ে ডান দিক দিয়ে করতে
হবে। এটি করার জন্য ৩-৪টি আঙ্গুল ব্যবহার করা যেতে পারে।
ঠিক একই ভাবে আপার লিপ করতে হবে। যখন একটি সাইটের
দড়িতে লোমকে ভিতরে প্রবেশ করানো হবে তখন সুতোর এক পাশ চেপে ছোট করতে হবে আরেক পাশ টান
দিয়ে বড় করতে হবে।
১। থ্রেডিং কি
?
উত্তর : মানব শরীরের বিভিন্ন স্থানের লোম দূর করতে সাধারনত ওয়েক্সিং
বা থ্যেডিং করা হয়ে থাকে। আইব্রো, আপারলিপ
ও হাত পায়ের লোম দূর করতে এ ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়।
থ্রেডিং করার নিয়ম ঃ
থ্রেডিং করতে প্রথমে
লাগবে একটি সুতার রিং।
সুতোর একটি প্রান্ত
/ মাথা মুখে চেপে রিলটাকে বা হাতে পেচিয়ে নিতে হবে।
এ বার মুখ থেকে হাতের
মাঝের অংশ ডান হাতের তিন আঙ্গুল পেচিয়ে কাঁচির মতো করে নিতে হবে।
লোম তোলার আগে অবশ্যই
টেলকম পাইডার লাগিয়ে নিতে হবে।
যেই খানটায় লোম তোলা
হবে ঠিক সেই খানে বেিসয় হেয়ার গ্রোথের উল্টোদিকে টানতে হবে।
আপনি যখন ডান পাশের
আইভ্রুর থ্রেডিং করবেন তখন ডানপাশে দাড়িয়ে আই ভ্রু থ্রেডিং করতে হবে। আবার বামপাশের সময়
দাড়িয়ে বামপাশে দাড়িয়ে আই ভ্রু থ্রেডিং করতে হবে।
তারপর যে কোন কোল্ড
ক্রিম বা লোশন দিয়ে হালকা ম্যাসাজ করে দিতে হবে।
