ভিউ মেনুর কাজ মাইক্রোসফট ওয়ার্ড -2003 ও 2007
View menu
Normal: এটি সিলেক্ট করে কাজ করলে পেজ লে আউট হয় না অর্থাৎ দুটি পেজের ডিফারেন্স বুঝা যায় না। তাছাড়া ড্রইং এই পাতায় মাপ বা সাইজ অনুযায়ী কোন প্রকার প্রিন্টিং এর কাজ করা যাবে না।
Page Layout: এটি সর্বদা সিলেক্ট করে কাজ করতে হয়। কারণ ড্রইং, গ্রাফিক্স, পেজ লেআউট সব ক্ষেত্রেয় এটি প্রযোজন।
Ruller: স্ক্রীণে রুলার আনয়নের জন্য। Ruller অপশনে ক্লিক করতে হবে। এই রুলারের মাধ্যমে আমরা কোন লেখা কতটুকু দুরুত্বে বসাতে হবে বা টেব সেট করতে পারি। একটি লেখার সাথে আরেকটি লেখার দুরত্ব ঠিক কত টুকু তা বুঝতে পারি।
Header/Footer: তৈরী করাঃ ফাইলের উপরে ও নিচে কোন কিছু লিখার জন্য। ডকুমেন্টেস এর প্রতি পৃষ্ঠার উপরে ও নিচে একই ধরনের লেখা বসাতে এই অপশনটি ব্যবহৃত হয়। Header/Footer ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স আসবে এখানে এ্যারো চিহ্ন দিয়ে ফাইলের উপরে ও নিচে গিয়ে যা লিখা হবে তাই হিসেবে পরিগণিত আবার এটাকে মুছতে হলে আবার ঐ জায়গায় গিয়ে মুছতে হবে।
Toolbars: পর্দার উপওর বিভিন্ন ধরনের টুলবার রয়েছে। টুলবাবে বিভিন্ন টুলস বা আইকনে মাউস পয়েন্ট দিয়ে ক্লিক করে বিভিন্ন কাজ করতে হয়। এটা সাধারনত 2003 এর ক্ষেত্রে প্রযোজ্য View এ ক্লিককরে তারপর Toolbars এ ক্লিক করতে হবে (Select Toolbars) একবার আনা যায় আবার টিক চিহ্ন উঠিয়ে দিয়ে বাদ দেয়া যায়।
Zoom:
পর্দাকে ছোট বড় করে দেখার জন্য।
নব কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে, মাধবদী, নরসিংদী, বাংলাদেশ।
