টেবিল মেনু -2003 ও ইনসার্ট মেনুতে এর কাজ -2007
Table Menu
|
দাড়ানো অবস্থায় যে দাগ কাটা ঘর তার নাম কলাম |
|
একটি ঘরকে সেল বলে |
|
|
|
|
|
|
|
|
রো হলো শোয়ানো |
অব্থায় দাগ কাটা |
ঘরকে বুঝায় |
|
|
|
|
|
Insert Table : টেবিল তৈরী করার জন্য এই কমান্ডটি ব্যবহৃত হয়। এখানে গিয়ে আমরা আমাদের প্রয়োজন মত Insert Table অপশনে গিয়ে টেবিলের কলাম ও রো নিতে পারি।
Delete > Table/ Clumn/ Row/ Cell : টেবিল তৈরী করার পর টেবিল,কলাম, রো ও সেল মুছার প্রয়োজন হতে পারে। তাই এই কমান্ডটি ব্যবহৃত হয়। Delete –Table সিলেক্ট করে / প্রয়োজন অনুসারে Table /Clumn/ Row/ Cell ডিলেট করতে পারি।
Select > Table/ Clumn/ Row/ Cell : তেমনি কলাম, রো, সিলেক্ট করার প্রয়োজন হয় তবে Select অপশনে গিয়ে > Table/ Clumn/ Row/ Cell সিলেক্ট করে একই নিয়মে Select সিলেক্ট করতে পারবো।
Marge Cell : টেবিল এর একাধিক সেল একত্রিত করতে এ কমান্ডটি ব্যবহৃত হয়। টেবিল তৈরী করুন। টেবিল এর যে যে সেল র্মাক করা প্রয়োজন তা সিলেক্ট করে । এবার Marge Cell এ ক্লিক করুন।
Split Cell : সেলকে বিভক্ত করার জন্য এ কমান্ডটি ব্যবহৃত হয় । একটি টেবিল তৈরী করুন। টেবিল যে যে সেল বিভক্ত করবেন সেখানে কার্সর রাখুন। এবার Split Cell এ ক্লিক করুন ডায়ালগ বক্স আসবে সেখানে গিয়ে Type number of Column এবং Type number of Row তে প্রয়োজন অনুসারে নাম্বার দিয়ে ইন্টার বা ওকে দিন। ব্যাস হয়ে গেল আপনার Split Cell ।
নব কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে, মাধবদী, নরসিংদী, বাংলাদেশ।
