ইডিট মেনু ও ফরমেটমেনু -2003 ও হোম মেনু -2007
|
MS Word -2002 |
MS Word -2007 |
|
Edit Menu |
Home Menu |
UndoTyping/ RedoTyping : ডকুমেন্ট এর কোন অংশ মুছে গেলে তা আবার ফিরে পেতে UndoTyping তে ক্লিক করে আনা যায়। আবার লেখাকে আগের যায়গায় ফিরিয়ে নিতে। RedoTyping তে ক্লিক করতে হয়।
Copy : লেখা কপি করার জন্য এ কমান্ডটি ব্যবহৃত হয়।
Paste : কপি করা লেখাকে অন্যত্র স্থানান্তর করার জন্যএ কমান্ডটি ব্যবহৃত হয়।
Clear: লেখা মুছার জন্য এ কমান্ডটি ব্যবহৃত হয়।
Select All : ডকুমেন্টস এর সমস্ত লেখা এক সাথে সিলেক্ট করার জন্য এ কমান্ডটি ব্যবহৃত হয়।
Find: ডকুমেন্টস থেকে কোন শব্দ খোজার জন্য এ কমান্ডটি ব্যবহৃত হয়। Find এ ক্লিক
করলে একটি ডায়ালগ বক্স আসবে এ বক্স এর Find বক্সে যে শব্দ খোঁজার প্রয়োজন তা লিখে Find অপশনে এ ক্লিক করলে শব্দটি রেব হবে।
Replace: শব্দ পরিবর্তন করার জন্য এ কমান্ডটি ব্যবহৃত হয়। ডকুমেন্টস থেকে কোন শব্দ কে একই সাথে এক বা একাধিক বার / প্রয়োজনে এই ফাইলের যত গুলো এই শব্দ পরিবর্তন করতে এ কমান্ডটি ব্যবহৃত হয় । Replace এ ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে এ বক্স এর Find বক্সে যে শব্দ খোঁজার Find অপশনে এ ক্লিক করলে শব্দটি রেব হবে এর স্থানে যে শব্দ পরিবর্তনকরব Replace অপশনে গিয়ে যা আমাদের ভুল বলে মনে হয় বা পরিবর্তন যোগ্য তা লিখে ঐ শব্দের পরিবর্তে য়ে শব্দ বসাতে চাই তা লিখে Replace অপশনে ক্লিক । যদি শব্দ একাধিক বার পরিবর্তনের প্রয়োজন পড়ে তা হলে ReplaceAll এ ক্লিক করতে হবে।
Goto: এ অপশনটি নির্বাচন করে ডকুমেন্টের নির্দিষ্ট কোন পৃষ্ঠা, সেকশন, লাইন এ যাওয়া যায়।
নব কম্পিউটার এন্ড ফটোকপি
পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে মাধবদী, নরসিংদী, বাংলাদেশ।
