ইনসার্ট মেনু 2003 ও টেবিল মেনু 2007 পরিচিতি -1
|
2003 |
2007 |
|
Insert Menu & Table Menu |
Introduce of Insert Menu |
Introduce Of Insert Menu
Break: একটি পেজ এর কিছু অংশ রেখে বাকি অংশ পরবতী পেজ এ প্রিন্ট করতে এই কমান্ডটি ব্যবহৃত হয়। আমরা একে বলতে পারি একটি পাতাকে দুটি খন্ড/ টুকরা করা যায়।
Page Number: পৃষ্ঠার নাম্বার সেটিং করার জন্য। Page Number এ ক্লিক করে প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন প্রকার নাম্বর থেকে যে কোন নাম্বর দিয়ে অটো নাম্বার দিতে পারি যায় একেরপর এক পাতায় আসতে থাকেবে।
Date & Time : Date & Time এ ক্লিক করে পাতায় তারিখ ও সময় আনতে পারি।
Auto Text : ডকুমেন্টস এর কোন ছবির উপর অন্যান্য স্থানে বিশেষ প্রয়োজনে বক্স তৈরী করে লেখার জন্য। এর জন্য Insert মেনুতে Auto Text এ ক্লিক করতে হবে। তারপর New এ ক্লিক করে আপনার যে নামটি দিতে চান সেটি দেওয়ার পর Enter দিতে হবে।
Symbol : প্রয়োজনীয় প্রতীক চিহ্ন যা আমাদের কি বোর্ডে নেই তা আনতে আমরা Symbol অপশনে গিয়ে তা আনতে পারি ।
Picture : ডকুমেন্টস এর কোন স্থানে ছবি সংযোজন করতে এই অপশনটির প্রয়োজন। অর্থাৎ যেখানে ছবি সংযোজন করতে হবে সেখানে কার্সর রেখে- Insert এ ক্লিক করতে হবে তা হলেই ছবি নেমে যাবে।
বি:দ্র : Insert এর কিছু কাজ আছে যা আমাদের ক্লাশে করানো হবে। যেমন :
Clip Art, From file, Auto Shapes, Word-art, Organization Chart, Chart, Shadow Style, 3d-Style, Fill Color, Line Colour.
নব কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে মাধবদী, নরসিংদী, বাংলাদেশ।
