09- পরিচিতি এক্সেল মেনু ; Introduce of ms Excel
1. Whats Microsoft excel ?
Excel হলো একটি Windows ভিত্তিক application program যা আমেরিকার বিখ্যাত কোম্পানী Microsoft corporatio কর্তৃক বাজারজাতকৃত । এর সাহায্যে জটিল গাণিতিক হিসাব - নিকাশ (সূত্রের সাহায্যে ) তথা রেজাল্টশীট, বেতনের হিসাব, তথ্য ব্যবস্থাপনা বা তথ্যকে সুন্দরভাবে উপস্থাপনা, নিখুঁতভাবে চার্ট/ গ্রাফ তৈরী , বিদ্যুৎ বিল তৈরি, বাজেট প্রণয়ন, ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব বিষয়ক বিশ্লেষণ ইত্যাদি সহ আরও অনেক ফাংশন এর কাজ অতি সহজে এবং অল্প সময়ে আমরা করতে পারি ।
2. Excel program Open করার নিয়ম/ কিভাবে Excel program Open করবো ?
একে স্প্রেডশীট এ্যানালাইসিস প্রোগ্রামও বলে। এম, এস, ওয়ার্ড এর মতোকরে
প্রথমে Start ® All Programs ® Microsoft Excel এ ক্লিক করে Open করতে হবে।
3. Spred Sheet কি ?
Spred Sheet শব্দটির আভিধানিক অর্থ হল ছড়ানো পাতা। গ্রাফ কাগজে ন্যায় X অক্ষর এবং Y অক্ষ বরারব খোপ খোপ ঘরের অনেক ঘর সম্বলিত বড় শীটকে স্পেডশীট / ওয়ার্কশীট বলা হয়।
4. Work Book কি ?
Excel এর একেকটি Spred Sheet এ ভিন্ন ভিন্ন কাজ করার পর প্রত্যেকটি স্পেডশীটকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে হার্ড ডিস্কে সংরক্ষন করা হয়। এরূপ কয়েকটি স্প্রেডশীট বা ওয়ার্কশীট এর সমন্বয়ে গঠিত ফাইলকে Work Book বলে।
5. Excel এর Coulumn, Row & Cell কী ?
কলামকে সাধারনত: পেজের উপরের হেডিং হিসাবে A, B, C, D, ----Z ইত্যাদি দ্বারা সারি হেডিং হিসাবে চিহ্নিত থাকে। আর সারি এবং কলামের পরস্পর ছেদে তৈরিকৃত ছোট ছোট আয়তাকার ঘরকে সেল বলা হয়। এ সম্পন্ধে আমরা মাইক্রোসফ্ট ওয়ার্ডে টেবিল এর অধ্যায়ে মাঝে কিছুটা জানতে পেরেছি।
|
দাড়ানো অবস্থায় যে দাগ কাটা ঘর তার নাম কলামকলাম |
|
একটি ঘরকে সেল বলে |
|
|
|
|
|
|
|
|
|
|
রো হলো |
শোয়ানো অব্থায় |
দাগ কাটা |
ঘরকে বুঝায় |
|
|
|
|
|
|
আমরা ইতোমধ্যে MS Word এ যা আলোচনা করেছি তা Excel এর সাথে কি কি পার্থক্য আছে মিলিয়ে দেখব এবং ব্যতিক্রম গুলি নিয়ে আলোচনা করা হলো।
Ms-Excel Window সাথে পরিচয় :
MS Word ন্যায় Excel এল চালু করব। অর্থাং প্রথমে Start ® All Programs ® Microsoft Excel এ ক্লিক করে Open করলে পর্দায় যে ওয়ার্ক এরিয়া দেখা যায় তাই Excel এর উইন্ডো বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। এগুলি আমরা এম, এম, ওয়ার্ডে আলোচনা করেছি।
* টাইটেল বার *মেনু বার *স্টেন্ডার্ড টুলবার *ফর্মেটিং টুলবার
*রুলার *স্ক্রলবার *টাস্কবার *স্টেটাসবার *ড্রইংবার *ডায়ালগ বক্র
*টেক্র বক্র * চেক বক্র *অপশন বাটন *আইকন * স্ক্রলবার, ফর্মূলা বার। ইত্যাদি....
নব কম্পিউটার এন্ড ফটোকপি, পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে,
