05 ফাইল2003 / অফিস বাটন 2007 এর কাজ মাইক্রোসফ্ট ওয়ার্ড 2003 ও 2007 ও আপগ্রেড ভারসন

 




 

              2003

                2007

Introduce of File Menu

Introduce of office Button

 

1. File কি ভাবে Save করব ?

ডকুমেন্টে কিছু লিখে তার পর Save কমান্ডের মাধ্যমে লেখাকে সংরক্ষণ করতে হয়অর্থাৎ

File মেনুতে ক্লিক করে এ ক্লিক করতে হবে ।

মনে রাখতে হবে যে নামে File সরংক্ষণ করবো তা  লিখে Save বাটনে ক্লিকসেখানে  বক্স  আসবে ,সেখানে নাম লিখে সেভ তে হবে

 2. File কি ভাবে Open করব ?

সেভকৃত ফাইল খোলার জন্য  File মেনুতে ক্লিক  করবো ।তারপর Open এ ক্লিক করবোএকটি ডায়ালগ বক্স আসবে সেখানে থেকে যে ফাইলটি প্রয়োজন সে ফাইলটিতে মাউস দিয়ে ক্লিক করে Ok ক্লিক করবো  

3. File কি ভাবে Close করব ?

File মেনুতে ক্লিক করে Close option এ ক্লিক করব

4.  কি ভাবে New File Open করব ?

নতুন ডকুমেন্টস খোলার জন্য File মেনুতে ক্লিক করব একটি ডায়ালগ বক্স আসবে Ok ক্লি করবো  

5.  কি ভাবে New File Save করব ?

একটি ফাইলকে যে কোন নাম দিয়ে সেভ করতে File মেনুতে ক্লিক করে Save অপশনটিতে ক্লিক করব  একটি নতুন নাম দিয়ে Save রতে পারবো ।

5.  কি ভাবে File Save as করব ?

Save as অপশনটিতে ক্লিক  করে একই ফাইল অন্য নামে সেভ করতে পারবো ।এটি করার জন্য Save as অপশনটিতে ক্লিক করব Save as অপশনটিতে ক্লিক করে পূর্বের নিয়ম অনুযায়ী একটি নতুন নাম দিয়ে সেব  

6.কি ভাবে page setup করব ?

সঠিক ভাবে প্রিন্ট করতে বা পাতার মার্জিন ঠিক রাখার জন্য File  মেনুতে ক্লিক  করে page setup অপশনটিতে ক্লিক করব তারপর একটি ডায়ালগ ক্স আসবেবক্স থেকে মার্জিন টেব এর আধিন Top, Bottom, Left, Right অপশনটিতে গিয়ে যতটুকু প্রয়োজন লিখতে হবেএবার page size ক্লিক Orientation option এ গিয়ে Portrait/landscape করতে পারবো ।

7.কি ভাবে Print preview দেখবো ?

টাইপ শেষে প্রিন্টিং এর অবস্থান দেখার জন্য এ কমান্ডটি ব্যবহৃত হয়               

File মেনুতে ক্লিক করে Print preview এ ক্লিক করব  

8.কি ভাবে Print করবো ?

টাইপ শেষে প্রিন্টিং এর অবস্থান দেখার জন্য এ কমান্ডটি ব্যবহৃত হয়               

File মেনুতে ক্লিক করে Print Option এ ক্লিক করব   আপনার প্রয়োজন অনুসারে এখানে প্রয়োজনীয় অপশন থেকে (All, Currrent page, Number of page)   সিলেক্ট করে ok ক্লিক করতে হবে

9. M.S Word কি ভাবে বন্ধ করবো ?

 M.S Word বন্ধ করার  জন্য এ কমান্ডটি ব্যবহৃত হয়

 File মেনুতে ক্লিক করে Exit Option এ ক্লিক করব যদি আপনার File টি না Save হয়ে থাকে তাহলে একটি ডায়ালগ বক্স আসবে, সেখানে No তে Click করে File থেকে বের হতে হবে ।

 

নব কম্পিউটার এন্ড ফটোকপি, পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে,      

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url