04- 2003 থেকে শুরু করে আপগ্রেড ভার্সনের অপারের্টি সিস্টেমের মিল ও অমিল কোথায় The Deifferent of Microsoft Office Word 2003-2007 and other Up grade version



2003 থেকে শুরু করে আপগ্রেড ভার্সনের অপারের্টি সিস্টেমের মিল ও অমিল কোথায়

আমাদের শিখার জন্য মাইক্রোসফট অফিস বর্তমানে অনেক গুলো ভার্সন বের হয়েছে যা অনেকের কাছে ও অনেক শিক্ষার্থীদের কাছে এক প্রকার দ্বিধাদন্ধের সৃষ্টি করেআবার অনেক নতুন যারা শিক্ষক তারা আপগ্রেড ভার্সনকেই পছন্দ করেন কিন্তু আগের ভার্সন যেমন ২০০৩ ও ২০০৭ এর সম্বন্ধে তারা ছাত্র-ছাত্রীদের বুঝাতে গিয়ে অপারগতা /অনিহা প্রকাশ করেন এর প্রধান কারণ এ সমন্ধে সঠিক ধারনা না থাকা বা থাকলেও তা প্রয়োজনের তুলনায় কমআজ আমরা ২০০৩- ২০০৭ থেকে শুরু করে ২০১৩ পর্যন্ত ভার্সন নিয়ে তার কিছু ধারনা ও মিল খুজে বের করবোএ পাঠে আমরা জানবো কি ভাবে আমরা যে কোন কম্পিউটারে যে কোন আপগ্রেট মাইক্রোসফট অফিস চালাতে পারবো

এ সম্পর্কে কিছু ধারনা নিচে তুলে ধরলাম :

 

  •  সাধারনত ২০০৩ ভার্সনটা ছিল মেনু বার ও টাইটেল বার দিয়ে তৈরীকিন্তু ২০০৭ যত প্রকার আপগ্রেড ভার্সন আছে তা রিবন এর মাধ্যমে কাজ করার টুলবার গুলোকে যুক্ত করে তৈরি করা হয়েছেবাকি সব কাজ আগের মতোই চলবে তাই কোন প্রকার ভয় পাওয়ার কারণ নেইএমন কথা বলবেন না (এটা আমার দ্বারা হবে না।)
  •  কিন্তু ২০০৭ ভার্সন থেকে শুরু করে ২০১৩ পর্যন্ত ভার্সনে এই সব গুলো অপশনই আছে কিন্তু একটু ভিন্ন ভাবেতাই ২০০৭ থেকে শুরু করে আরো আপগ্রেট ভার্সন কে ভালোভাবে বুঝতে হলে নিম্নে দেওয়া বার গুলোর মাঝে থাকা টুল আইকন (চিহ্ন দেওয়া টুল) গুলোকে চিনতে হবে এবং মনে রাখতে হবে কোন টুলবারের আইকনের/ কোন চিহ্নের কি কাজ 

Title bar , menu bar, standard bar, formatting bar, ruler, scroll bar,drawing bar, status bar, task bar.

২০০৩ এর ভার্সনের মিল

২০০৭ এর / আপগ্রেট ভার্সনের এর মিল/ অমিল কোথায়

মেনুবার দিয়ে কাজ শুরু

 

      বাকি অন্য বার গুলো মেনু বারের নিচে থরে থরে সাজানো থাকে নিম্নে দেওয়া হলো

      Titles bar, menu bar, standard bar. formetting bar, rular, scroll bar, drawing bar

 

      ২০০৭ এর / আপগ্রেট এ কোন প্রকার  মেনুবার নেইকিন্তু মেনুবারের মত এক প্রকার বার আছে যার নাম বলে রিবন এই রিবন এর মাঝে মেনু গুলো যুক্ত করা হয়েছে

      মেনু অনুযায়ী অপশনে চাপ দিলে সেই মেনুর আইকন সহ ভেসে উঠবে

    রিবনের মাঝে যেই অপশন গুলো দেওয়া আছে :

File : ফাইল এর কাজ এখানে

1.Home- উপরের এর কাজ পুরোটা এখানে

Formet এর কাজ পুরোটা এখানে ।

     2. Insert: Page brack,Picture,Clipart,Shapes,Chart Smart art,Word Art, Equation,Symble. এর কাজ পুরোটা এখানে

Table: এর কাজ পুরোটা এখানে

3.Page layout:Thims,Page Background,Paragraph ও ২০০৩ এর পেজ সেটাপ এর কাজ পুরোটা এখানে

4.Referense: এটা খুব একটা দরকার পরে না

5.Maling: মেইল পাঠাতে এখানের অপশন গুলো ব্যবহার করা হয়

6.Reveew: এটা খুব একটা দরকার পরে না

 

7.View : ২০০৩ এর ঠরবি এর কাজ পুরোটা এখানে

 

 

1.Tital bar কি ?

উত্তর : Tital bar: যে উইন্ডোটিকে কম্পিউটারের পর্দায় খোলা হয়েছে, তার একেবারে উপরে যে বারটি দেখা যায়, তাকে বলে টাইটেল বার বলেপ্রোগ্রাম চালু করার পর তাকে নিয়ন্ত্রণ ও প্রোগ্রামের কাজ সম্পাদন করার জন্য টাইটেল বার, মেনু বার ও স্ক্রোলবার ব্যাবহার করতে হয়টাইটেল বার দিয়ে কোন প্রোগ্রামের উইন্ডো কে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করা, মিনিমাইজ বা লুকানো, ম্যাক্সিমাইজ বা বড় করা এবং ক্লোজ বা বন্ধ করার কাজ করা হয়

স্ট্যাটাস বার কি ?

উত্তর : কম্পিউটারের পর্দার একেবারে নীচের দিক থেকে দ্বিতীয় যে অনুভূমিক স্তম্ভটি দেখা যায়, সেটিকেই বলে স্ট্যাটাস বার

 

নব কম্পিউটার এন্ড ফটোকপি, পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে ,        মাধবদী, নরসিংদী, বাংলাদেশ।

      

 

 

 

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url