03 - ইংরেজী টাইপ করার নিয়ম
ইংরেজী Type করার নিয়ম :
ইংরেজি Type করতে হলে , আমাদের ইংরেজী ফন্ট Times New Roman সিলেক্ট করতে । তারপর ইংরেজী ফন্ট এর সাথে মিলিয়ে ইংরেজী বিজয় সিলেক্ট করতে হবে । মনে রাখতে হবে ইংরেজী ফন্ট এর সাথে ইংরেজী বিজয় না মিললে লেখা উল্টা পাল্টা আসবে।
ইংরেজী বাক্যের প্রথম অক্ষরটি বড় হাতের ( Capital letter) হয়ে থাকে তাই Shift চাপ দিয়ে
যে অক্ষরটি আমরা চাপ দিব সেই অক্ষরটি বড় হাতের লেখা আসবে।
ছোট হাতের (Small letter) হাতের অক্ষর লিখতে কোন Shift চাপ দিতে হবে না।
Caps Lock চালু করেও আমরা (Capital letter) বড় হাতের অক্ষর লিখতে পারি।
