ডেক্সটপ ও উইন্ডোজ সম্পর্কে ধারনা
Desktop পরিচিতি :
প্রথমে CPU এর Power ON করার কিছুক্ষন পরে একটি Screen দেখা যাবে। ঐ Screen টির নাম Desktop.
How to Star MS –Word :
Start এ ক্লিক অতপর –Program এ ক্লিক MS Word এ ক্লিক করলে MS Word অন হবে এবং লেখালেখি সহ যাবতীয় প্রয়োজনীয় কাজ করা যাবে।
২য় – Key Bord দিয়ে :
প্রথমে (Crl +Esc) or Buttom প্রেস করে Arrow Key ব্যবহার করে MS Word সিলেক্ট করে এন্টার।
Microsoft Word উইন্ডোর সাথে পরিচয় :
টাইটেল বার : পর্দার শীর্ষে W Microsoft Word Document -1 লেখস্ত ( ৯টি ) যে বারটি রয়েছে; একে মেনুবার বলে। Fail Menu অধীনে যা থাকে তাই Sub Menu এগুলো হচ্ছে-
New- Open- Close- Save- Save as- Page Setup- Print-print preview Print এবং Properties.
Windows সম্পর্কে আরও পরিচিতি :
সেন্ডার্ড টুলবার : মেনুবারের নিচে বিভিন্ন প্রতীক সম্বলিত বারকে Standard Toolbar বলা হয়।
ফর্মেটিং টুলবার : টুলবারের নিচে বারটিকেই Formeetting Toolbar বলা হয়।
রুলার : ফর্মেটিং টুলবরের নিচে যে স্কেলটি রয়েছে তাকে রুলার বলে।
ভার্টিক্যাল ও হরিজন্টাল স্ক্রুলবার : পর্দার নিচে হরিজন্টাল এবং ডান পাশে ভার্টিক্যাল স্ক্রুলবার অবস্থিত।
এর সাহায্যে মাউস দিয়ে ক্লিক করে পর্দার নিচে এবং উপড়ে যাওয়া যায়।
টাস্ক বার : কম্পিউটার চালু হলে ডেস্কটপ বা স্টার্টআপ স্ক্রীন আসে। ডেস্কটপের সর্বনি¤েœ লম্বা বারকে টাস্কবার বলে। টাস্কবারের বাম কোণে Start লেখা একটি বাটন আছে।
স্টেটাস বার : পর্দার নীচে Page ,sec, At ইত্যাদি লেখা বারকে Statusbar বলে।
ড্রইং টুলবার : সাধারনত : Statusbar এর উপরে ড্রইং টুলবার থাকে। অন্যান্য স্থানেও ড্রাগ করে নেওয়া যায়। ড্রইং টুলবারের বিভিন্ন আইকন নির্বাচন করে বিভিন্ন রকমের ড্রইং করা যায়।
ডায়ালগ বক্স: উইন্ডোজের বিভিন্ন মেনুস্থ বিভিন্ন অপশন সিলেক্ট করলে পর্দায় বিভিন্ন তথ্য সম্বলিত বক্স প্রদর্শিত হয়, এইটাই ডায়ালগ বক্স নামে পরিচিত। ডায়ালগ বক্সের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ডায়ালগ বক্সে বিভিন্ন ধরনের ( ৭ ধরনের ) অপশন রয়েছে।
টেক্স বক্স : ডায়ালগ বক্স এর অধীনে একটি টেক্সট বক্স থাকে ( যেমন - ফাইলের নাম ) ইহাই টেক্স বক্স।
চেক বক্স : কোন কোন অপশনের পাশে বর্গাকৃতির বক্স থাকে। উহাকে চেক বক্স বলা হয়। চেক বক্স সাধারনত : টিক চিহ্ন দিয়ে বা অমিট করে সিলেক্ট বা ডি সিলেক্ট করতে হয়।
অপশন বাটন : ডায়ালগ বক্সে যে বৃওাকার চিহ্ন থাকে। এগুলোকে অপশন বাটন বলে।
ড্রপ ডাউন লিষ্ট বক্স : ক্ষুদ্র একটি ডাউন এ্যার বাটনে ক্লিক করলে পর্দায় বক্সে নামের তালিকা দেখাবে। উহাকে ড্রপ ডাউনলিষ্ট বলা হয়।
কমান্ড বাটন : ডায়ালগ বক্সের ডান দিকে অথবা নীচে OK, Cancel, Help লেখা বাটন গুলোকে কমান্ড রেডিও বাটন বলে।
ক্লিক করা : মাউস পয়েন্টার মুভ করিয়ে কোন কমান্ড অপশেন নিয়ে মাউসের বোতাম চাপ দিয়ে কমান্ড নির্বাচন করা হয়। এভাবে একবার চাপ দেয়াকেই ক্লিক করা বলে।
আইকন : উইন্ডোজে ঢুকলে স্ক্রীনের মধ্যে ছোট ছোট বিভিন্ন ছবি দেখা যায়, এগুলোই আইকন। আইকন শব্দের অর্থ হলো প্রতীক বা ছবি। এসব প্রতীকে ক্লিক করে কাজ করতে হয়।
নব কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে, মাধ:বদী; নরসিংদী, বাংলাদেশ।
