কুচি হাতা ফ্রক প্রস্তুত করন তার মাপ ও চিত্র

 

 

বাচ্চাদের পরার জামা / ফ্রক

জন্মের পর থেকে বছর বয়স পর্যন্ত শিশুরা যে পোশাক ব্যবহার করে তাকে জামা বলে। জামা নানা ধরনের নকশা করে বানানো যায়। যেমন-গলায় বা ঝুলে কুচি দিয়ে অথবা কুচি ছাড়া। জামা সাধারণত পাতলা কাপড় দিয়ে বানানো হয় যা দুই হাত থেকে আড়াই হাত বহরের হয়। এখন আমরা জানব বছর বয়সের একটি শিশু পরতে পারবে এমন একটি কুচি ছাড়া জামা কিভাবে তৈরি করতে হবে প্রথমে বলা যাক দুই বছর বয়সী শিশুর জামার আনুমানিক সাইজ কেমন হবে।

এক্ষেত্রে-

 

কুচি ফ্রক গটি হাতা  

কুচি ফ্রক গটি হাতার ডায়োগ্রাম

মাপ ৬টি    

() লম্বা- ৩৬  

() বডি-৩০ 

() ফুট- ১২  

() সেস্ত ¬¬-১০

() হাতা -১০

()  মুহুরী- ১০

সূত্র :

১। গলা /কমন।

২। মোহরা ফুটের ১২ + অথবা

৩। টেকিন উপর থেকে নিচের দিকে //কমন

৪। ১নং চিত্রের লম্বা = সেস্তর মাপ সমান +  বেশি।

৫। ফুট গলা / কমন।

৬। ফুট গলা ফুটের  ১২ +

৭। ছাতির লাইন ছাতির ১৪ +/ কমন।

৮। কোমর লাইন ছাতির লাইন =

৯। ২নং চিত্র ভাজে পাঠে পিছ।

১০। ২নং চিত্র লম্বা পোষাকের মোট লম্বার মাপ +বেশি।

১১। ২নং চিত্রের চওরা ১নং চিত্রের কোমর লাইন এর  দ্বিগুণ।

১২। ২নং চিত্র ভাজে পাঠে পিছ।

১৩। হাতা লম্বা লম্বার মাপ সমান।

১৪। হাতার চওড়া মোহরা + কুটির কাপড় + /

১৫। হাতার সেপ =  /

১৬। হাতা ভাজে পাঠে পিছ।

১৭। মুহুরীর প্লেট লম্বার মাপের ১২ +

১৮। মুহুরীর চওড়া = / কমন।

১৯। মুহুরীর প্লেট ভাজে পাঠে পিছ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url