কুচি হাতা ফ্রক প্রস্তুত করন তার মাপ ও চিত্র
বাচ্চাদের পরার জামা / ফ্রক
জন্মের পর থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুরা যে পোশাক ব্যবহার করে তাকে জামা বলে। জামা নানা ধরনের নকশা করে বানানো যায়। যেমন-গলায় বা ঝুলে কুচি দিয়ে অথবা কুচি ছাড়া। জামা সাধারণত পাতলা কাপড় দিয়ে বানানো হয় যা দুই হাত থেকে আড়াই হাত বহরের হয়। এখন আমরা জানব ২ বছর বয়সের একটি শিশু পরতে পারবে এমন একটি কুচি ছাড়া জামা কিভাবে তৈরি করতে হবে । প্রথমে বলা যাক দুই বছর বয়সী শিশুর জামার আনুমানিক সাইজ কেমন হবে।
এক্ষেত্রে-
কুচি ফ্রক গটি হাতা
কুচি ফ্রক গটি হাতার ডায়োগ্রাম
মাপ ৬টি ঃ
(১) লম্বা- ৩৬
(২) বডি-৩০
(৩) ফুট- ১২
(৪) সেস্ত ¬¬-১০
(৫) হাতা -১০
(৬) মুহুরী- ১০
সূত্র :
১। গলা ৪/৫ কমন।
২। মোহরা ফুটের ১২ + অথবা ১
৩। টেকিন উপর থেকে নিচের দিকে ৭/৭/৮ কমন ।
৪। ১নং চিত্রের লম্বা = সেস্তর মাপ সমান + বেশি।
৫। ফুট গলা ২/২ কমন।
৬। ফুট গলা ফুটের ১২ +
৭। ছাতির লাইন ছাতির ১৪ +২/২ কমন।
৮। কোমর লাইন ছাতির লাইন = ১
৯। ২নং চিত্র ২ ভাজে ৪ পাঠে ২ পিছ।
১০। ২নং চিত্র লম্বা পোষাকের মোট লম্বার মাপ +২ বেশি।
১১। ২নং চিত্রের চওরা ১নং চিত্রের কোমর লাইন এর দ্বিগুণ।
১২। ২নং চিত্র ২ ভাজে ৪ পাঠে ২ পিছ।
১৩। হাতা লম্বা লম্বার মাপ সমান।
১৪। হাতার চওড়া মোহরা + কুটির কাপড় ২+২ /৩
১৫। হাতার সেপ = ২ /৩
১৬। হাতা ২ ভাজে ৪ পাঠে ২ পিছ।
১৭। মুহুরীর প্লেট লম্বার মাপের ১২ +
১৮। মুহুরীর চওড়া = ৩/৩ কমন।
১৯। মুহুরীর প্লেট ২ ভাজে ৪ পাঠে ২ পিছ।
