মেয়ে বাচ্চাদের জমা প্রস্তুত করন তার মাপ ও চিত্র
বাচ্চাদের পরার জামা / ফ্রক
জন্মের পর থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুরা যে পোশাক ব্যবহার করে তাকে জামা বলে। জামা নানা ধরনের নকশা করে বানানো যায়। যেমন-গলায় বা ঝুলে কুচি দিয়ে অথবা কুচি ছাড়া। জামা সাধারণত পাতলা কাপড় দিয়ে বানানো হয় যা দুই হাত থেকে আড়াই হাত বহরের হয়। এখন আমরা জানব ২ বছর বয়সের একটি শিশু পরতে পারবে এমন একটি কুচি ছাড়া জামা কিভাবে তৈরি করতে হবে । প্রথমে বলা যাক দুই বছর বয়সী শিশুর জামার আনুমানিক সাইজ কেমন হবে।
এক্ষেত্রে-
জামার ঝুলের মাপ হবে ১৬ ইঞ্চি।
জামার বুকের মাপ হবে ২০ ইঞ্চি।
জামার কাঁধের মাপ হবে ৯ ইঞ্চি
জামার গলার লম্বার মাপ হবে ২১/২ ইঞ্চি
জামার গলার চওড়ার মাপ হবে ২ ইঞ্চি
