টেইলারিং এন্ড ড্রেস মেকিং ট্রেডের ঝুকি নিরসনের উপায়
আমরা দেখতে পাই প্রতিটা কর্ম ক্ষেত্রে কোননা কোন রকমের ঝুকি বা দূর্ঘটনার চান্স থাকতে পারে । তাই এই দুর্ঘটনা থেকে রক্ষাপেতে ব্র্যাক ও ইউনিসেফ এর সহয়তায় তৈরী (CSLB) বইতে প্রতিটা ট্রেডের আলাদা আলাদা ঝুকি সম্পর্কে বলা হয়েছে এবং সেই সাথে তার নিরসরনর উপায় বলে দেয়া হয়ে আমি সেই টেইলারিং ট্রেডের বই থেকে আপনাদের ঝুকি গুলো কি কি হতে পারে । এই ঝুকি গুলো নিরসনে উপায় তুলে ধরলাম । আশা করি যারা আপনারা এই পেশায় নিয়োজিত হতে চান তাদের কাজে লাগতে পারে।
টেলারিং এন্ড ড্রেস মেকিং এর ঝুঁকি নিরসন এর উপায়
বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে : বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে বোর্ড চেক করে নিতে হবে। যেমন: মাল্টিপ্লাগ।
কাচিঁ ব্যবহারের ক্ষেত্রে : অমনোযোগী অবস্থায় কাজ না করা। কাঁচি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। পায়ে পড়ে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
সুঁচ ব্যবহারের ক্ষেত্রে : অমননোযোগী অবস্থায় কাজ না করা।সুঁচ ব্যবহারের ক্ষেত্রে হাতে ফুটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
আয়রণ ব্যবহারের ক্ষেত্রে : অমনোযোগী অবস্থায় কাজ না করা।আয়রণ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। অতি মাত্রায় তাপ দেওয়া যাবে না। আয়রন করার সময় অন্য দিকে চলে না যাওয়া।
ইলেকট্রিকাল মেশিন ব্যবহারের ক্ষেত্রে : অমনোযোগী অবস্থায় কাজ না করা। ইলেকট্রিক্যাল মেশিন পরিচালনা করার সময় সাবধানতা অবলম্বন করা। মেশিন সঠিক ভাবে ধরতে শেখা। ইলেকট্রিকাল সংযোগ ত্রুটি মুক্ত আছে কিনা তা চেক করা।
