এসি তে গ্যাস চার্জের নিয়ম ও লিক পরীক্ষা ।
![]() |
এসিতে গ্যাস চার্জের নিয়ম ও লিক পরীক্ষা।
১টন এসিতে আনুমানিক ৮০০-১০০০ গ্রাম গ্যাস লাগে।এসিতে ব্যবহ্নত গ্যাসের নাম্বার R-22।
এসিতে সর্ম্পূন অংশ পরীক্ষা করার জন্য প্রেসার দিতে হবে লোপ্রেসার গেজ মিটারের মাধ্যমে ১০০-১৫০ পযন্ত এবং হাইপ্রেসার গেজ মিটারের মাধ্যমে ২০০-৩০০ পর্যন্ত এসিতে পাইপের অর্ধেক অংশ পরীক্ষা করতে প্রেসার দিতে হবে ৭০-৮০ লো- প্রেসার কাটা পর্যন্ত ।
এসিকে গ্যাস চার্জ করার আগে ভ্যাকুয়াম করাতে হবে ১ঘন্টা থেকে ১.৩০মিনিট পর্যন্ত ।
ভ্যাকুয়াম করার পরে এবং গ্যাস চার্জ করার আগে লো-প্রেসার মিটার দিয়ে এন্টিমোষ্টথাউজেন সিরিজের মাধ্যমে প্রবেশ করাতে হবে।এটা এমন ভাবে প্রবেশ করাতে হবে যাতে করে কোন ভাবে পাইপে বাতাস প্রবেশ না করতে পারে।
