এসি তে গ্যাস চার্জের নিয়ম ও লিক পরীক্ষা ।

 


এসিতে গ্যাস চার্জের নিয়ম ও লিক পরীক্ষা।

১টন এসিতে আনুমানিক ৮০০-১০০০ গ্রাম গ্যাস লাগে।এসিতে ব্যবহ্নত  গ্যাসের নাম্বার R-22 

এসিতে সর্ম্পূন অংশ পরীক্ষা করার জন্য প্রেসার দিতে হবে লোপ্রেসার গেজ মিটারের মাধ্যমে ১০০-১৫০ পযন্ত এবং হাইপ্রেসার গেজ মিটারের মাধ্যমে ২০০-৩০০ পর্যন্ত এসিতে পাইপের অর্ধেক অংশ পরীক্ষা করতে প্রেসার দিতে হবে ৭০-৮০ লো- প্রেসার কাটা পর্যন্ত । 

এসিকে গ্যাস চার্জ করার আগে ভ্যাকুয়াম করাতে হবে ১ঘন্টা থেকে ১.৩০মিনিট পর্যন্ত ।

ভ্যাকুয়াম করার পরে এবং গ্যাস চার্জ করার আগে লো-প্রেসার মিটার দিয়ে এন্টিমোষ্টথাউজেন সিরিজের মাধ্যমে প্রবেশ করাতে হবে।এটা এমন ভাবে প্রবেশ করাতে হবে যাতে করে কোন ভাবে পাইপে বাতাস প্রবেশ না করতে পারে।

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url