বডি ম্যাসাজ করা

 


কি বডি ম্যাসাজ ও ট্রিটমেন্ট করা হয়ে থাকে :
কিভাবে বডি ম্যাসাজ করবেন ?
শরীর ম্যাসাজ করা শিখতে হলে প্রথমে আপনাকে শরীল ম্যাসাজ এর নিয়ম জানতে হবেতাই বলতে হয় বডি ম্যাসাজ মানে কিন্তু একগাদা ক্রিম বা তেল মালিশ করা নয়শরীরের প্রতিটি অংশে সঠিক পরিমাণে ক্রিম বা তেল ব্যবহার করাই সঠিক ম্যাসাজের পদ্ধতিশরীরের প্রতিটি অংশে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মালিশ করতে হয়যাতে করে দেহের প্রতিটি অংশে ভাল ভাবে রক্ত সঞ্চালিত হতে পারে, তার জন্য সঠিক মালিশ পদ্ধতি অনুসরণ করা উচিতসঠিকভাবে মালিশ করলে রক্তসঞ্চালনে উন্নতি ঘটেসেই সঙ্গে ত্বকও বেশ উজ্জ্বল হয়ে ওঠেদেখা যাক কিভাবে বডি ম্যাসাজ করা যায়
বডি ম্যাসাজের সময় উপযুক্ত তেল বা ক্রিম বেছে নেওয়া উচিতএক্ষেত্রে তরল উপাদান বিশিষ্ট ক্রিম ব্যবহার করা সবথেকে ভালযদি ইচ্ছা হয়, তাহলে ভারী জাতীয় তেলও ব্যবহার করতে পারেনযেমন, নারকেল তেল, সরষের তেল অথবা তিলের তেল ব্যবহার করতে পারেনতবে তেলটা ব্যবহার করার আগে হালকা গরম করে নিলে ভাল হয়
বডি ম্যাসাজ করার সময় পোশাক পরে থাকা যাবে নাএ ক্ষেত্রে তাই শান্ত ও নিরাপদ রুম বেছে নিতে হবেবডি ম্যাসাজ শুরু  করা উচিত পা থেকেপ্রথমে পায়ের পাতা এবং পায়ের আঙ্গুল মালিশ করতে হবেএরপর পায়ের উপরিঅংশে মালিশ করতে হবেমনে রাখতে হবে, মালিশ করার সঠিক পদ্ধতি হল পায়ের উপরিঅংশ থেকে পায়ের পাতা অবধিসময় ধরে প্রতিটি পায়ে ৫ মিনিট করে মালিশ করতেই হবে
পায়ের মালিশ যথাযথ ভাবে হয়ে গেলে মালিশ করতে হবে আমাদের নীচ অংশের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হাঁটুহাঁটুতে ব্যাথা হোক আর না হোক, নিয়মিত মালিশ করা খুবই দরকারকারণ শরীরের নীচের অংশের রক্তসঞ্ছালনের প্রধান অংশ হল এটিহাঁটু মালিশ করতে হলে দুহাতে চক্রাকার পদ্ধতিতে মালিশ করতে হবেমনে রাখতে হবে, হাঁটুর ওপর চামড়া খুবই নরম হয়তাই কখনোই খুব জোরে মালিশ করা উচিৎ না
হাঁটু থেকে এবার এগিয়ে আসতে হবে ঊরুর দিকেশরীরের এই অংশে সবথেকে বেশী তেল বা ক্রিম লাগেকিন্তু মনে রাখতে হবে, তেল যেন একটু গরম থাকেচক্রাকার পদ্ধতিতে ঊরুর নীচের অংশ মালিশ করতে করতে উপরের দিকে উঠতে হবেখেয়াল রাখবেন, ঊরুর উপরি অংশের পাশেই আমাদের সবথেকে বেশী স্পর্শকাতর অঙ্গগুলি থাকেসেখানে যেন কোনও ভাবেই আঘাত না লাগে
এবার মালিশ করতে হবে পেটেযেখানে সবার আগে এবং সবথেকে বেশী মেদ জমা হয়পেট মালিশ করতে যতটা প্রয়োজন ততটাই তেল নিতে হবেকারণ কম তেল ব্যবহার করলে খুব সহজেই পেটে মেদ জমার সম্ভাবনা থেকে যায়পেটে মালিশ করার সময় চক্রাকার পদ্ধতিতে করতে হবেবুকের মাঝখান থেকে তেল ধীরে ধীরে ঢেলে তারপর পেটে ভালো করে মালিশ করতে হবেবেশ খানিকক্ষণ সময় নিয়েই পেটে মালিশ করতে হবে, যাতে পুরো পেটে ভালো করে তেল লাগানো যায়
সবথেকে শেষে মালিশ করতে হবে কাঁধসময় নিয়ে ধীরে ধীরে মালিশ করতে হবে এখানেএক হাতে তেল নিয়ে অন্যদিকের কাঁধে মালিশ করতে হবেএক্ষেত্রে গলার মাঝখান থেকে কাঁধ অবধি চক্রাকার পদ্ধতিতে মালিশ করতে হবেএরপর হাতে মালিশ করতে হবেমনে রাখতে হবে, হাত থেকে কাঁধ এরপর হাতের তালু থেকে কাঁধ অবধি মালিশ করতে হবেতবে খুব জোরে জোরে এবং লম্বা টান দিয়ে মালিশ করতে হবে নাতবেই উপকার মিলবে
এবার হাতের তালু মালিশ করতে হবেহাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে মালিশ করে নিতে পারেন
ব্যাস হয়ে গেলো বডি ম্যাসাজ ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url