পেইজ লে আউট এর কাজ -2007 যা কিনা 2003 এ ফাইল মেনুতে থাকে

Page Layout -2007
পেইজ লে আউট এর কাজ 2003 এর ভেতর ফাইলের পেইজ সেটাপে দেয়া আছে কিন্তু 2007 এর সফ্টওয়ারে পেইজ লে আউট এর ভিতর ফরমেটের কিছু কাজ ঢুকানো হয়েছে যা 2003 এ রকম :
কি ভাবে page setup করব ?
সঠিক ভাবে প্রিন্ট করতে বা পাতার মার্জিন ঠিক রাখার জন্য File মেনুতে ক্লিক করে page setup অপশনটিতে ক্লিক করব। তারপর একটি ডায়ালগ বক্স আসবে। বক্স থেকে মার্জিন টেব এর আধিন Top, Bottom, Left, Right অপশনটিতে গিয়ে যতটুকু প্রয়োজন লিখতে হবে। এবার page size এ ক্লিক । Orientation option এ গিয়ে Portrait/landscape করতে পারবো ।
Format Manu
Font : লেখার পর একে বিভিন্নভাবে সাজাতে হয় । অর্থাৎ ফন্ট, সাইজ, রং, ইত্যাদি পরিবর্তনে এই কমান্ডটি ব্যবহৃত হয় । প্রথমে লেখা সিলেকশন করে নিতে হবে। তার পর ফন্ট অপশনে গিয়ে লেখার ফন্ট পরিবর্তন। রং পরিবর্তন করতে পারি । বিস্তারিত ক্লাশে দেখানো হবে।
Paragraph : লাইন স্পেসিং অর্থাৎ দুই লাইনের মাঝে ফাঁকা কামানো বা বাড়ানোর জন্য কমান্ডটি ব্যবহৃত হয় ।
Bullets & Numbering : প্রতিটি লাইনের শুরুতে স্বয়ংক্রিয় ভাবে নাম্বার ,চিহ্ন আনয়ন করতে এ কমান্ডটি ব্যবহৃত হয়। Bullets & Numbering অপশনে ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স আসবে এখান থেকে ক্লিক করে প্রয়োজনীয় একটি নাম্বার ফরমেট সিলেক্ট করে লেখার মাঝে অটো নাম্বারিং করা যায় । ঠিক একই ভাবে এ Bullets অপশনে ক্লিক করে প্রয়োজনীয় বুলেট আনা যায়।
Border & Shading : লেখার চার দিকে বর্ডার দিতে । এবং লেখার মাঝে বিভিন্ন কালারের সেডিং দিতে এই অপশনটি ব্যবহার করতে হয় । বিস্তারিত ক্লাশে দেখানো হবে।
Columns : একটি পেজকে একাধিক কলাম করতে এ অপশনটি ব্যবহৃত হয়।
[বিস্তারিত ক্লাশে করানো ও দেখানো হবে। ]
Tabs : অনেক সময় লেখা নির্দিষ্ট দূরেত্বে সাজিয়ে লেখতে হয় এ ক্ষেত্রে রুলারে ট্যাব সেট করার জন্য এই কলামটি ব্যবহৃত হয়।
[ বিস্তারিত ক্লাশে করানো ও দেখানো হবে।]
Drop Cap : লেখার ১ম অক্ষরটি অনেক সময় বড় করে গুরুত্ব সহকারে উপস্থাপনের প্রয়োজনে এ অপশনটি ব্যবহৃত হয় । এ কাজটি করতে হলে আমাদের ১ম অক্ষরটি (যে অক্ষরটি ড্রপ ক্যাপ হবে) সেটি সিলেক্ট করে নিতে হবে। [ বিস্তারিত ক্লাশে করানো ও দেখানো হবে।]
Change Case : ইংরেজী লেখাকে ছোট থেকে বড় হাতের , বড় থেকে ছোট হাতের বাক্যের ১ম অক্ষর বড় হাতের ইত্যাদিতে রূপান্তর করতে এ কমান্ডটি ব্যবহৃত হয়। এ কাজটি করতে হলে আমাদের (১ম শব্দটিকে বা বাক্যটিকে সিলেক্ট করে নিতে হবে)
[ বিস্তারিত ক্লাশে করানো ও দেখানো হবে।]
Text Direction : একটি টেবিল/ টেক্স বক্স এ কাজ করলে এ কমান্ডটির প্রয়োজন হয়। Text Direction এর মাধ্যমে আমরা লেখার দিক পরিবর্তন করতে পারি।
Background: আমরা যে পাতায় টাইপ করি সে পাতাকে বিভিন্ন রং এর কালার দিতে পারি এই অপশনে গিয়ে । মৌখিক ভাবে বলে বা বই দেখে পুরোপুরি ভালোবাবে বুঝানো ঠিক হয় না এর কিছু কাজ কাছে যা [বিস্তারিত ক্লাশে করানো ও দেখানো হবে।]
Theme : আমরা যে পাতায় টাইপ করি সে পাতাকে বিভিন্ন রং ডিজাইনের থিম পাতায় দিতে পারি এই অপশনে গিয়ে। এর কিছু কাজ কাছে যা [ বিস্তারিত ক্লাশে করানো ও দেখানো হবে।]
নব কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার,
পুরাতন বাসষ্ট্যান্ড, মাধবদী হাইস্কুল মাঠের পশ্চিম পার্শ্বে, মাধবদী, নরসিংদী