ব্লাউজ প্রস্তুত করন তার মাপ ও চিত্র
সাধারণ ব্লাউজ
ব্লাউজের ডায়োগ্রাম
মাপ ৬টি :
লম্বা ১৩
ছাতি ৩২
কোমর ২৮
ফুট ১১
হাতা ৯
মুহুরী ১০
১। পিছন গলা ২/৩ কমন।
২। সামনে গলা ৪/৫
৩। মোহরা মুহুরীর ১২ +১/
৪। টেকিন উপর থেকে নিচের দিকে ৮/৯
৫। লম্বা লম্বার মাপ +১ বেশি।
৬। ফুট গলা ২/৭ কমন।
৭। ফুট লাইন ফুটের মাপের ১২ +
৮। ছাতির লাইন ছাতির ১৪ +১
৯। কোমর লাইন ছাতির লাইন ১ কোমরের ১৪ + ১
১০। ১নং চিত্র ২ ভাজে ৪ পাঠে ২ পিছ।
হাতার সূত্র :
১। হাতা লম্বা = লম্বার মাপ + ১ বেশি।
২। হাতা চওড়া = মোহবা + বেশি।
৩। হাতার সেপ = ২/২ কমন।
৪। মুহুরীর লাইন মুহুরীর ১২ +১ বেশি।
