কম্পিউটার এপ্লিকেশন/ অফিস মেনেজমেন্ট প্রথম পাতা - লেখকের কথা।

  


লেখকের কথা

আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে যা আমরা শিখি তা বাস্তব জীবনে তেমন কোন প্রয়োগ নেই বা কাজে আসে না। তার কারন এই শিক্ষা ব্যবস্থা বইয়ের গন্ডি পেরিয়ে তার কোন প্রয়োগ নেই যদি আমরা চিন্তা করি যে শিক্ষিত হয়ে আমি দেশে কোন এক ভালো চাকরিতে যোগদেব, আমার জীবনকে উন্নতির পথে এগিয়ে নিতে শিক্ষা আমাদের অনেক কাজে লাগবে। বাংলাদেশে শিক্ষিতদের হার অনুযায়ী চাকরির সুযোগ কম এবং কর্মক্ষেত্রে ডুকতে হলে আমাদের চাকরি যুদ্ধে নামতে হয় যুদ্ধই শেষ নয় যুদ্ধ করেও মনের মতো কোন চাকরি না পেয়ে আমরা হতাশ হয়ে পরি আবার কেউ বেকার জীবনকে বেছে নেই। তাই বেকার জীবন থেকে পরিত্রান পেতে আমাদের বাস্তব শিক্ষার সাথে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে।

 

তাই চাকুরির পিছনে না দৌড়ে এই কারিগরি শিক্ষা গ্রহন করে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা দেশ দশের উন্নতি করতে পারবো এবং বেকারত্ব দুর করে আর্থিকভাবে সচ্ছল হতে পারবো । তখন আমাদের মন থেকে একটি আওয়াজ আসবে

 

কোনো জড়তা নয়, কোনো অনুনয় বিনয় নয়কাজ চাই না, কাজ জানি, তাই কাজ করতে পারি, আমি কারো বোঝা নই, আমি আমার পরিবার রাষ্ট্রের বোঝা না হয়ে আমি কর্মক্ষম ব্যাক্তিতে পরিনত হতে পেরেছি তাই আমি আত্মবিশ্বাসী, তাই আমিই সেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কারিগরি শিক্ষার জন্য

 

আরো বলতে চাই 1

আমরা এই কারিগরিশিক্ষাকে দেশের প্রতিটাক্ষেত্রে কাজে লাগাতে পারলে আমরা নিজেদের দেশেই গড়ে তুলতে পারি অনেক নতুন বড় বড় প্রতিষ্ঠান । যার ফলে আমাদের দেশের বেকার সমস্যার সমাধান হতে পারে এবং সেই সাথে দেশে অনেক শ্রমিকদের কর্মসংস্থান হতে পারে এর উপর ভিত্তি করে বৈদেশিক বাণিজ্যের পথ সুগম হবে সেই সাথে দেশ হবে আরো উন্নত ও সমৃদ্ধ আমরা জানি আমাদের দেশের যুবকদের সেই মেধা আছে আমরা চাই এই মেধাকে কাজে লাগাতে দেশের প্রতিটা নাগরিককে কারিগরি শিক্ষার সুযোগ করে দিতে হবে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদের অর্জিত কারিগরি শিক্ষা ও প্রশিক্ষিত দক্ষ শ্রমিকের শ্রম ও পরিশ্রমের মাধ্যমে আমরা বিশ্বের বুকে স্বনির্ভর জাতিতে পরিনত হতে পারি। আমরা সুফল কিছুটা হয়তো দেখেছি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে বিভিন্ন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল প্রতিষ্ঠানে তাদের মানসম্মত পণ্য তৈরি আধুনিক দেশে তা রপ্তানির করার মাধ্যমে

 

আরো বলতে চাই 2

এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে দেশের প্রতিটা অবহেলিত নারীদের যারা নিরক্ষর তাদেরও। এর ফলে খাদ্দামা ভিসায় আমাদের দেশের নিরীহ নারীদের অঘোষিত দাসিতে পরিণত হতে হবে না আর আমাদের দেখতে হবে না আমাদের শ্রমিক বোনদের লাশ যা দেখে আমরা ধারনা করতে পারি সে কতটুক নিযার্তন সহ্য করে অবস্থায় পতিত হয়েছে। যা আমাদের বিবেকবান মানুষের গালে রেমিটেন্স নামক জুতার বারি মারছে আমাদের গরিব পরিবার এর সুষ্ঠ বিচার কখনো পায় না এর ফলে আমাদের শুনতে হবে না নিরীহ মেয়েদের আত্মচিৎকার, শারিরীক নির্যাতন অনাকাংখিত যৌন নির্যাতন আমাদের দেশ কখনোই তার নাগরিকের অনিরাপদ জীবন নিয়ে বিদেশে গমণ আশা করে না আমাদের দেশ চায় সঠিক ভাবে কারিগরি ভিসায় দক্ষ শ্রমিক বিদেশে গমণ করুক কখনো দালালের ফাদে পড়ে কেউ যেন না যায় বিদেশে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে যেন সবাই বিদেশ গমণ করে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে ও বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠার মাধ্যমে যেমন তৈরি হবে বেকারদের কর্মসংস্থান তেমনি তৈরি হবে দেশে বড় ধরনের দক্ষ শ্রমিকদের মার্কেট প্লেস ।  এমন হতে পারে আমাদের নিজেদের দেশে কর্মসংস্থান তৈরির ফলে আমাদের দেশের লোকদের কাজে লাগিয়ে পৃথিবীর অন্য দেশের লোকও দেশে কাজ করতে পারবে বলে আশা রাখি

আমি সপ্ন দেখি সেই বাংলাদেশের

যা কিনা প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষায় শিক্ষিত এক আধুনিক দেশ

যেখানে দুর্নীতি বলে কিছু থাকবে না

থাকবে শুধু সততা, নিষ্ঠা, পরিশ্রমে শ্রমে গড়া সোনার বাংলাদেশ।

 

আমার এই ব্লগটি কারিগরি হস্তশিল্প জাতীয় যা শিখার মাধ্যমে বেকারদের কমসংস্থান হতে পারে । আমাদের এই ব্লগ সাইট সবার জন্য উম্মুক্ত । এই ব্লগ সাইটে কম্পিউটার, টেইলরিং, বিউটি পার্লার, রেফ্রিজারেশন ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং, ওয়েলডিং, কয়েকটি বিষয় সম্পর্কে এখানে অনলাইন ভিত্তিক পাঠদান করা হবে।

আমার এই ব্লগটি কারিগরি হস্তশিল্প কম্পিউটার বিষয়ক যার মাধ্যমে বহু লোক এই ব্লগটি থেকে সু্বিধা গ্রহন করতে পারে। এই ব্লগটির মাধ্যমে এই সব বিষয়ে যে কোন সমস্যা সমাধানে অনেক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আরো মনে করি একজন লোক ঘরে বসে সব বিষয় সম্পর্কে এখানে অনলাইন ভিত্তিক শিক্ষা নিতে পারবে। যা নিয়ে নিজে নিজেই তার কমসংস্থান তৈরি করতে পারবে বলে মনে করি।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url