একটি সেলাই মেশিনের বিভিন্ন অংশ তার নাম

 


সেলাই মেশিন সম্পর্কে সাধারণ ধারণাসমূহ

সুচ কিভাবে লাগাতে হয় সুচে কি করে সুতো পরাতে হয় ববিনে কি করে সুতো জড়াতে হয়  ববিনের খাপ এবং ববিন কিভাবে বার করতে হয় ববিনের খাপের মধ্য দিয়ে কি করে সুতো পরাতে হয়  ববিন সুদ্ধ খাপটি আবার কি করে বসিয়ে দিতে হয় সেলাই আরম্ভ কিভাবে করতে হয়। সেলাইয়ের টান কিভাবে কম/বেশি করা যায় কাপড়টি কি করে বার করে নিতে হয় কি করে মেশিন ঘোরাতে হয়  হাত পা মেশিনে কিভাবে চালাতে হয় কাপড় সেলাই করতে কি কি লাগে। সেলাই মেশিন, সুচ, ১৬ নং মেশিনের তেল, কাপড়, বোতাম  হুক, ইলাস্টিক, বকরম, মেজারিং টেপ, নিডল গ্রিপার  বিভিন্ন ধরনের সুতার ̧টি, থ্রেড কাটার, থ্রেড ক্লিপার  বোতাম, কাঁচি, ইস্ত্রি, স্কেল, টেইলর চক, স্কেল, দর্জি স্কেল।


সেলাই মেশিনের যন্ত্রের নাম কিছু হ্যান্ড টুলস এর বিবরণ

১।স্প পিন: মেশিনের নিডেল থ্রেডকে ওপরে ধরে রাখার জন ̈ যে পিন থাকে তাকে ̄স্প পিন বলে।

২। ফিট বার: এটি মেশিন হেডের নিচে নিডল বারের পাশে থাকে। ফুট বারের সঙ্গে প্রয়োজনমতো যেকোনো

      গাইড লাগিয়ে সেলাই করা যায়।

৩। ববিন উইন্ডার: ববিনে সুতা ভরার জন্য যে অংশ থাকে তাকে ববিন ওয়াইন্ডার বলে। এটা মেশিনের ডান

     পাশে থাকে। ববিন ওয়াইন্ডারে খালি ববিন লাগিয়ে সুতা ভরা হয়।

৪। থ্রেড স্ট্যান্ড: মেশিন বেডের এক পাশে সোজাভাবে দাঁড় করানো পাইপটিকে থ্রেড   স্ট্যান্ড বলে

৫। হ্যান্ড হুইল: এই যন্ত্রাংশের সাহায্যে ভি-বেল্ট এবং মটর পুলির সংযোগ স্থাপন করে এবং নিডেল বারকে

     ওপর-নিচে ওঠানামা করাতে সাহায্য করে।

৬। ববিন ববিন কেস: এটি সেলাই সহযোগী উপকরণ। ববিনে সুতা জড়ানো থাকে। ববিনকে ববিন কেস

     ধারণ করে। ববিন ববিন কেস সম্মিলিতভাবে সেলাই করতে সাহায্য করে।

৭। টেনশন পোস্ট এ্যাসেম্বলি: যে যন্ত্রাংশের সাহায্যে সেলাই মেশিনের নিডেলের সুতার টেনশন নিয়ন্ত্রণ করা

     হয় তাকে টেনশন পোস্ট এ্যাসেম্বলি বলে।

৮। প্রেশার ফিড অ্যাডজাস্টিং নাট আন্ড বোল্ড :  এই অংশের মাধ্যমে প্রেশার ফুটের চাপ বাড়ানো বা কমানো

     যায়।

৯। ফিড ডগ : সেলাই করার সময় কাপড়কে সামনে বা পেছনে নেওয়ার জন্য দাঁতযুক্ত যে যন্ত্রাংশ নিডেল

     প্লেটের নিচে থাকে তাকে ফিড ডগ বলে।

১০। স্টিচ রেগুলেটর : এটি মেশিনের সামনের দিকের ডান পাশে অর্থাৎ অপারেটরের দিকে থাকে। এর

     মাধ্যমে স্টিচের দৈর্ঘ্যকে ছোট বড় বা ঘনত্ব কম বেশি করা হয়।

১১। নিডেল প্লেট : নিডেলপ্লেট নিডেলের নিচে বা প্রেসার ফুটের নিচে থাকে। এটি দুই নাট যুক্ত একটি ঢাকনা।

      নিডেল প্লেট ফিড ডককে ঢেকে রাখে। সেলাই করার সময় নিডেল প্লেট কাপড়কে মসৃণভাবে সামনের দিকে

      নিতে সাহায্য করে।

১২। স্লাইড প্লেট: নিডেল প্লেটের পাশে ̄øাইড প্লেট থাকে। এটা সরিয়ে মেশিনে ববিন লাগানো হয়।

১৩। থ্রেড টেকআপ লিভার: থ্রেড টেকআপ লিভার সেলাই মেশিনের ছোট একটি অংশ। এটি মেশিনের ওপর

       অপারেটরের দিকে থাকে। সেলাইয়ের সময় সেলাইয়ের সুতাকে প্রয়োজন অনুযায়ী নিডেলে সরবরাহ করা

       এর কাজ।

১৪। প্যাডেল বা পাদানি: মেশিনে পা রাখার জায়গাকে বলে প্যাডেল বা পাদানি। প্যাডেলে দুই পা রেখে

      সামনে চাপ দিলে মেশিন চলবে অর্থাৎ সেলাই হতে থাকবে। পিছনে চাপ দিলে মেশিন বন্ধ হবে, একই    

      সঙ্গে থ্রেড কেটে যাবে।

১৫। নিডেল গার্ড : মেশিনের নিডেল বারের সামনে যে গার্ড থাকে তাকে নিডেল গার্ড বলে। এই গার্ড ফিড

        বারের সঙ্গে সংযুক্ত থাকে। সেলাইয়ের সময় হাতের আঙুলকে নিডেল হতে রক্ষা করা এর কাজ।

১৬। ব্যাকস্টিচ লিভার: এই লিভারের সাহায্যে সেলাইয়ের দিক পরিবর্তনের মাধ্যমে (পিছনের দিকে) সেলাই

      মজবুত করা হয়।

১৭। রোটারি হুক: ববিন কেইসকে রোটারি হুক আটকিয়ে রাখে এবং লুপ তৈরির মাধ্যমে সেলাইয়ে সাহায্য

       করে।

১৮। অয়েল উইন্ডো: এই অংশের মাধ্যমে মেশিনে অয়েলের চলাচল দেখা হয়।

১৯। থ্রেড গাইড: থ্রেড গাইড থ্রেডকে নির্দিষ্ট পথে পরিচালিত করে।

২০। হ্যান্ড লিফটার: এই অংশের মাধ ̈মে প্রেশার ফিডকে প্রয়োজন অনুযায়ী ওপরে নিচে নামানোর জন্য

       ব্যবহার করা হয়।

২১। নিডেল বার: যে বারের সঙ্গে স্ক্রু দিয়ে নিডেল লাগানো থাকে, তাকে নিডেল বার বলে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url