বিউটিফিকেশন ট্রেডের ঝুকি সমূহ
আমরা দেখতে পাই প্রতিটা কর্ম ক্ষেত্রে কোন কোন রকমের ঝুকি বা
দূর্ঘটনার চান্স থাকতে পারে । তাই এই দৃর্ঘটনা থেকে রক্ষাপেতে ব্র্যাক ও ইউনিসেফ
এর সহয়তায় তৈরী (CSLB) বইতে প্রতিটা ট্রেডের আলাদা আলাদা ঝুকি
সম্পর্কে চিহ্নিত করা হয়েছে এবং সেই সাথে তার নিরসরনর উপায় বলে দেয়া হয়ে আমি সেই বিউটিফিকেশন ট্রেডের বই থেকে আপনাদের ঝুকি গুলো কি কি হতে
পারে তা তুলে
ধরলাম । আশা করি যারা আপনারা এই পেশায় নিয়োজিত হতে চান তাদের কাজে লাগতে পারে।
বিউটিফিকেশন ট্রেডের ঝুকি সমূহ :
১। ম্যানিকিউর ও প্যাডিকিউর করার ক্ষেত্রে পানি যদি অতিরিক্ত গরম হয় তাহলে হাত বা
পায়ের স্ক্রিন ঝলসে যেতে পারে। এমনকি ব্রাশ দিয়ে পরিস্কার সময় নখের গোড়ালিতে আঁচড় পড়তে পারে।
২। অসাাবধানতাবশত আয়রন ব্যবহার করলে বৈদুতিক শক লেগে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
৩। ইলেক্ট্রিক সরঞ্জাম ব্যবহারকালীন যদি ইলেক্ট্রিক
ভোল্টেজ কম বা বেশি হয় তাহলে সরঞ্জাম নষ্ট হওয়ার সম্ভবনা।
৪। ভ্রু প্লাক করার ক্ষেত্রে সাবধানে সুতা না টানলে স্ক্রিন
কেটে যেতে পারে।
৫। ব্লিচ করার ক্ষেত্রে যদি ক্রিমের সল্ট বেশি পরিমান হয় এবং মেডিসিন বেশি সময় মুখে
লাগিয়ে রাখলে স্ক্রিন ঝলসে যেতে পারে।
৬। বেণী পাম্পের ক্ষেত্রে মেডিসিন লাগানোর পর নিদিষ্ট সময় পার হয়ে গেলে চুল ঝলসে যেতে
পারে।
৭। ভারি যন্ত্রপাতি ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে
যেতে পারে।
