টেইলারিং এন্ড ড্রেস মেকিং (মেইল) ট্রেডের ঝুকি সমুহ
আমরা দেখতে পাই প্রতিটা কর্ম ক্ষেত্রে কোন কোন রকমের ঝুকি বা দূর্ঘটনার চান্স থাকতে পারে । তাই এই দৃর্ঘটনা থেকে রক্ষাপেতে ব্র্যাক ও ইউনিসেফ এর সহয়তায় তৈরী (CSLB) বইতে প্রতিটা ট্রেডের আলাদা আলাদা ঝুকি সম্পর্কে চিন্তি করা হয়েছে এবং সেই সাথে তার নিরসরনর উপায় বলে দেয়া হয়ে আমি সেই টেইলারিং ট্রেডের বই থেকে আপনাদের ঝুকি গুলো কি কি হতে পারে তা তুলে ধরলাম । আশা করি যারা আপনারা এই পেশায় নিয়োজিত হতে চান তাদের কাজে লাগতে পারে।
টেলারিং এন্ড ড্রেস এর মেকিং এর ঝুকিসমূহ
বিদুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রেঃ বিদুৎ সংযোগ দেওয়ার সময় শর্কসাকিট হতে পারে।
কাঁচি ব্যাবহারের ক্ষেত্রে: কাঁটি নির্দিষ্ট স্থানে না রাখলে পড়ে গিয়ে দুঘর্টনা ঘটতে পারে।
সুঁচ ব্যাবহারের ক্ষেত্রে: সুঁচ ব্যাবহারের সময় হাতে ফুটে যেতে পারে।
আয়রন ব্যাবহারের ক্ষেত্রে: আয়রণ ব্যাবহারের সময় সাবধানতা অবলম্বণ করতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে।
ইলেকট্রিকাল মেশিন ব্যাবহারের ক্ষেত্রে: ইলেকট্রিকাল মেশিন পরিচালনার সময় সাবধনতা অবলম্বন করতে হবে।
ইলেকট্রিকাল সংযোগ ব্যাবহারের ক্ষেত্রে : ইলেকট্রিকাল সংযোগত্রুটি মুক্ত না হলে দুর্ঘটনা ঘটতে পারে।
